Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: রাজ্যসেরা অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো শিলিগুড়ি

Siliguri: রাজ্যসেরা অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো শিলিগুড়ি

অনূর্ধ্ব ১৫জেলা ক্রিকেটে মেদিনীপুর ডিএসএ কে ৫১ রানে হারিয়ে জয়ী শিলিগুড়ি ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

রাজ্য সেরা অনূর্ধ্ব ১৫ শিলিগুড়ি (পুরুষ) ক্রিকেট দল

অনূর্ধ্ব ১৫জেলা ক্রিকেটে মেদিনীপুর ডিএসএ কে ৫১ রানে হারিয়ে জয়ী শিলিগুড়ি ।

প্রথমে শিলিগুড়ি ব্যাট করতে নেমে করে ২৪৪/১০(৭৫) দলের অধিনায়ক আকাশতরফদার ৬ নম্বরে নেমে করে অসাধারণ ৫৬ রান, অসাধারণ ব্যাটিং করেন দিব্যান্সসেন ৫৫,যুবরাজসিং করে ৪৭ রান এবং রোশনসা করে ৩৫ রান।

আরও পড়ুন: TMC: অভিষেক নয়, থাকবে শুধুই মমতার ছবি!

জবাবে মেদিনীপুর ডিএসএ ১৯৩রানেই গুটিয়ে যায়। শিলিগুড়ির হয়ে দারুন বল করে উইকেট নেয় মৈনাক_দে  ২৮/৪আকাশ তরফদার ২৮/২ যুবরাজ সিং ২৭/২ এবং একটি কে উইকেট নেয় তুফানরয় ৩৫/১, গৌরবমুন্দা ১৬/১

আরও পড়ুন: “ছুটির সরকার”! খুশি নন অভিভাবক, শিক্ষকরা

অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা নির্বাচিত হয় আকাশ তরফদার। এদিন তিনি জানালেন  সবার জন্যই  আজকে আমরা জিতেছি। ক্রিকেট খেলা দলগত খেলা, সবাই একসাথে ভালো খেলেছি  তাই দিতেছি। এটা আমাদের তরফ থেকে শিলিগুড়ির মানুষকে  উপহার বলতে পারেন। গোটা প্রতিযোগিতায় আমাদের ছেলেরা  দুর্দান্ত ক্রিকেট খেলেছে। তাই এটা ওদের প্রাপ্য, জানালেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন