Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গAlipurduar: পুলিশের জালে প্রধান শিক্ষক; চোর সন্দেহে তৃতীয় শ্রেণির ছাত্রের গোপনাঙ্গে আঘাত!

Alipurduar: পুলিশের জালে প্রধান শিক্ষক; চোর সন্দেহে তৃতীয় শ্রেণির ছাত্রের গোপনাঙ্গে আঘাত!

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের উত্তর শিশুবাড়ি ভগৎপাড়া এলাকার সারদা শিশুমন্দির আবাসিক বেসরকারি স্কুলে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

চোর সন্দেহে তৃতীয় শ্রেণির ছাত্রকে বেধড়ক মারধর। গোপনাঙ্গে আঘাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের উত্তর শিশুবাড়ি ভগৎপাড়া এলাকার সারদা শিশুমন্দির আবাসিক বেসরকারি স্কুলে। পরিবারের পক্ষ থেকে রবিবার সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদারিহাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। কয়েকঘণ্টার মধ্যেই ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর।

আরও পড়ুন: জাতীয় স্তরে উত্তরণ! বাড়ল দায়িত্ব; এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন

মাদারিহাট থানার মুজনাই চা বাগানে বাঙ্গাবাড়ি ডিভিশনের শিব মন্দির লাইনের বাসিন্দা ওই ছাত্র। সারদা শিশুমন্দির আবাসিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে সে। ছাত্রের বাবা কিষান লাল ওঁরাওর অভিযোগ, গরমের ছুটি পড়ে যাওয়ায় গত শুক্রবার ছেলেকে স্কুল আনতে যান তিনি। তখন দেখেন ছেলে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। কোনওরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কারণ জানতে চাইলে ছেলে জানায়, টাকা চুরির অপবাদে দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক ঘোষ তার উপর অকথ্য অত্যাচার চালান। এমন কী ঝাঁটার কাঠি দিয়ে হাতের তালুতে ছিদ্র করে দেন! আঘাত করেন গোপনাঙ্গে। এরপরই রবিবার পুলিশে লিখিত অভিযোগ করেন খুদের বাবা।

আরও পড়ুন: মিছিল আটকে প্রশ্নের মুখে পুলিশ; বিচারের দাবিতে পথে নাগরিক মঞ্চ

অভিযুক্ত দীপক ঘোষ অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলেই খবর। সাফাই দিয়ে তিনি বলেন, “আমার পকেট থেকে টাকা চুরি হচ্ছিল। সেই কারণে শাসন করেছি। মাত্রা একটু বেশি হয়ে গিয়েছে। ও এতটা ব্যথা পাবে বুঝতে পারিনি।” আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, শিশুর বাবা অভিযোগ করেছেন। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার নিন্দায় সরব সবমহল।

এই মুহূর্তে

আরও পড়ুন