কুশল দাশগুপ্ত: শিলিগুড়ি:
বারবার কুপ্রস্তাব-শ্লীলতাহানি। শেষে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য রায়গঞ্জে। ইতিমধ্যেই এক প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। অভিযোগ, আগেও একাধিকবার ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিলেন ওই ব্যক্তি। তাঁর শ্লীলতাহানিরও চেষ্টা করা হয়। কিন্তু ১৫ মে রাতে তাঁকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে তাঁর স্বামীকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই ভয়েই শুরুতে ঘটনার কথা কাউকে জানাননি ওই গৃহবধূ।
আরও পড়ুন: মাত্র ৫ হাজার 5G পরিষেবা! আরও এক ফোন লঞ্চ করতে চলেছে
অভিযোগ, কুকর্ম করেও থেমে থাকেননি ওই ব্যক্তি। রবিবার সকালে ফের ওই মহিলার উপর চড়াও হন। অভিযোগ, গামছা জাতীয় কোনও জিনিস দিয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। তারপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।
আরও পড়ুন: বাংলায় দোস্তি কেরলে কুস্তি, এ কেমন দ্বিচারিতা বাম শরিকদের!
ইতিমধ্যেই রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। দায়ের হয়েছে লিখিত অভিযোগ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলার পাশাপাশি ঘটনাক্রম জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও। যদিও ঘটনার পর থেকে অভিযুক্তের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।