Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গNorth Bengal University: কলেজ ছাত্রীকে যৌন হেনস্থা; বিপাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ

North Bengal University: কলেজ ছাত্রীকে যৌন হেনস্থা; বিপাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ

ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ।

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ। ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন: আগামী সপ্তাহে রাজ্যে আসছেন মোদী, ওয়াকফ-উত্তেজনার মাঝেই করতে পারেন সভা

বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিএমআর বিভাগে আন্দোলন কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন বর্তমানে তারা নিরাপত্তার অভাব  বোধ করছেন। একা একা তারা সাহস পাচ্ছেন না বিশ্ববিদ্যালয় আসতে।

আরও পড়ুন: দাঁড়াতে হবে না টোল প্লাজায়! ১ মে থেকে বদলে যাচ্ছে টোল ট্যাক্সের নিয়ম

এক ছাত্রী জানালেন এই ঘটনা আজকের নয় বহুদিন ধরে ঘটে আসছে। বারবার তারা প্রতিবাদ জানিয়েছেন  কিন্তু সুরাহা হয় নি। গত এক মাসে বহুবার এই ঘটনা ঘটেছে। সবাই দেখছেন সমাধান হয় নি। গত পরশু  ঠিক একই ঘটনা ঘটে গেছে, সমস্যা হয়ে গেলে সমাধান করতে হয় কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  এই ব্যাপারে একেবারেই উদাস। তাই তারা বাধ্য হচ্ছেন আন্দোলনে নামতে। ছাত্র-ছাত্রীরা এও জানিয়েছে বারবার একই সমস্যা হওয়ায় তারা তাদের অভিভাবকদের জানিয়েছিলেন। তারা বিশ্ববিদ্যালয় পরিবর্তন করার চিন্তা করছে।

ওই ছাত্রী বর্তমানে  লজ্জার চোটে কিছুই বলতে চাইছে না। আপাতত তাকে বাড়ি নিয়ে গেছেন তার অভিভাবকেরা এই খবর পাওয়া গেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন