Friday, 1 August, 2025
1 August, 25
HomeখেলাSiliguri: শিলিগুড়িতে মান্তু ঘোষের টেবিল টেনিস একাডেমির উদ্বোধন করলেন মেয়র, উপস্থিত প্রাক্তন...

Siliguri: শিলিগুড়িতে মান্তু ঘোষের টেবিল টেনিস একাডেমির উদ্বোধন করলেন মেয়র, উপস্থিত প্রাক্তন মেয়র

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

তারা অনেক দিনের স্বপ্ন ছিল, একটি একাডেমী খোলা, এবার সেটার বাস্তবায়ন করলেন  মান্ত ঘোষ, অর্জুন পুরস্কার প্রাপ্ত  ভারতের এই কৃতি টেবিল টেনিস খেলোয়াড়, জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। এক সময় তিনি দাপটের সাথে গোটা ভারতে খেলে বেরিয়েছেন, তিনি জানাতেন  তার ইচ্ছে তার স্বপ্ন  তার নিজের একটি একাডেমী থাকবে।

আরও পড়ুন: Hoogly Tarakeswar: ফুলকপি-টমেটোতেই পেট ভরছে পড়ুয়াদের, ‘সবুজ দ্বীপে’র মধ্যে আস্ত স্কুল

যেখানে তিনি প্রশিক্ষণ দেবেন, এবারের স্বামী সুব্রত রায়ের সাথে একসাথে ইমে খুললেন তার স্বপ্নের একাডেমী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন শিলিগুড়ি সব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তির বর্গদের। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, এবং বিধায়ক সংকর ঘোষ, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ক্রীড়া এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গদের। মেয়র জানালেন, তিনি এসে খুশি, মান্তুর বহুদিনের স্বপ্ন সফল হতে চলেছে। তার ইচ্ছে বা তার স্বপ্ন  এই ধরনের একাডেমীতে আশা। এবার সেটাও পূর্ণ হল। মান্তু ঘোষের স্বামী সুব্রত রায় জানালেন, প্রায় ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে  তারা একটি একাডেমী খুলেছেন যেখানে সবার  অধিকার থাকবে।

আরও পড়ুন: ISRO: মহাকাশে ‘হ্যান্ডশেক’, সম্ভব হল না

উপস্থিত বিধায়ক সংকর ঘোষ জানালেন আমি রাজনীতি করি ঠিকই, তবে খেলা প্রচন্ড ভালোবাসি, আসি খেলার আমন্ত্রণেই মাঠে আসা। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে একাডেমির উদ্বোধন করলেন মেয়র সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গরা। আপ্লুত মান্তু ঘোষ জানালেন আমার ইচ্ছে এবং আমার স্বপ্ন বাস্তবায়ন হবে, এটা ভেবেই আমি খুশি। প্রতিভাবানরা সুযোগ পাক, এটাই আমি চেয়ে এসেছি। জানালেন মান্তু ঘোষ ।

এই মুহূর্তে

আরও পড়ুন