Saturday, 2 August, 2025
2 August, 25
Homeদক্ষিণবঙ্গAmartya Sen: ‘বাঙালিদের উপর অত্যাচারে আপত্তি থাকবেই’, ‘প্রতীচী’তে সরব অমর্ত্য

Amartya Sen: ‘বাঙালিদের উপর অত্যাচারে আপত্তি থাকবেই’, ‘প্রতীচী’তে সরব অমর্ত্য

ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগে ক্ষোভ উগরে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভিন্‌রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘‘বাঙালিদের উপর যদি অত্যাচার, অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।’’

আরও পড়ুনঃপাহাড় রাজনীতিতে প্রতিষ্ঠিত মুখ; বিমল, রোশনের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন অমর্ত্য। সেখানে তিনি বলেন, ‘‘শুধু বাঙালি বলে নয়, কোনও অঞ্চলের লোক অন্য জায়গায় হেনস্থা হচ্ছেন— সেটায় আমাদের আপত্তি থাকবে। তাঁরা বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মারোয়াড়ি হোন। আপত্তি করার কারণ থাকবে।’’

নোবেলজয়ীর মত, সকল মানুষকে সম্মান দেওয়া উচিত। তাঁর কথায়, ‘‘ভারতবর্ষের নাগরিকদের অধিকার রয়েছে আনন্দ করে থাকার। সেগুলো আমাদের মানতেই হবে। কোনও ভারতীয় যদি ওড়িশা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হন, তা হলেও আমাদের আপত্তি থাকার কারণ থাকবে।’’ অমর্ত্যের বক্তব্য, সংবিধানেও বলা রয়েছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের উপরেই অধিকার রয়েছে। আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই।

আরও পড়ুনঃ সক্কাল সক্কাল একটু মন ভাল করা খবর! দাম কমছে গ্যাস সিলিন্ডারের

বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগ প্রসঙ্গেও অমর্ত্য বলেন, ‘‘বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল, তার মূল্য স্বীকার করতেই হবে। তার মধ্যে নানা কাব্য লেখা হল। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামদের বক্তব্য আমাদের সামনে খুব স্পষ্ট ভাবে তুলে ধরা হল। এগুলোর মূল্য দিতেই হবে।’’

এই মুহূর্তে

আরও পড়ুন