Wednesday, 5 November, 2025
5 November
Homeদক্ষিণবঙ্গAmazon India: বিরাট ওয়্যারহাউজ লিজ়! ৪৩০ কোটি টাকা…! হুগলির বুকে Amazon-র ‘বিপ্লব’

Amazon India: বিরাট ওয়্যারহাউজ লিজ়! ৪৩০ কোটি টাকা…! হুগলির বুকে Amazon-র ‘বিপ্লব’

শ্রীরামপুর থেকে ডানকুনি পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো একাধিক ই-কমার্স সাইটের ওয়্যারহাউজ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ 

জেলার বুকে অ্য়ামাজনের ‘বিপ্লব’। কিন্তু কোন জেলা? খোদ হুগলিতে। সেখানেই বিরাট ওয়্যারহাউজ লিজ় নিয়েছে ই-কমার্স সংস্থা ‘অ্যামাজন ইন্ডিয়া’। হুগলির বুকে এটা প্রথম নয়। গোটা জেলায় শ্রীরামপুর থেকে ডানকুনি পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো একাধিক ই-কমার্স সাইটের ওয়্যারহাউজ। মূলত, এগুলি থেকে গোটা রাজ্যে নানা পণ্য ডেলিভারি করে থাকে তারা।

আরও পড়ুনঃ পাখির চোখ! ১০০০টি করে শাখা; ঘর গোছাচ্ছে আরএসএস

সম্পত্তি রেজিস্ট্রেশন ও রিয়েল এস্টেট সংস্থা প্রপস্ট্যাক তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এই ওয়্যারহাউজের স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বড়। যার জন্য কয়েকশো কোটি টাকা খরচও করতে চলেছে ই-কমার্স সংস্থা অ্যামাজন।

প্রপস্ট্যাক প্রদত্ত তথ্য অনুযায়ী, হুগলির বুকেই ৫.৬ লক্ষ স্কোয়ারফুটের একটি বিরাট ওয়্যারহাউজ ভাড়া নিয়েছে অ্য়ামাজন। আগামী ২০ বছরের জন্য সেখান থেকে নিজেদের ডেলিভারির কাজ চালাবে তারা। যার জন্য তাদের মাসিক ভাড়াই গুনতে হবে ১ কোটি ২৬ লক্ষ টাকা। অর্থাৎ ২০ বছরের হিসাবে ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৪৩০ কোটি টাকা। যা মোটেই স্বাভাবিক নয়। আর নতুন ওয়্য়ারহাউজ খোলার অর্থ শুধুই সংস্থার ‘বাহবা’ নয়, কর্মসংস্থানও।

আরও পড়ুনঃ টোটোই নন্দ ঘোষ! ক্ষোভে বন্ধ ম্যাক্সিক্যাব, সিটি অটো

তবে চুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির পর ওয়্যারহাউজের লিজ় সংক্রান্ত নথিপত্র তুলে দেওয়া হবে অ্যামাজন ইন্ডিয়ার হাতে। যাতে বলা হয়েছে, পাঁচ বছরের লক-ইন-পিরিয়ড-সহ মোট ২০ বছরের জন্য ওই ওয়্যারহাউজ অ্যামাজনের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি, এই ওয়্যারহাউজের জন্য সিক্যিউরিটি ডিপোজিট হিসাবে ৭ কোটি টাকা জমা করতে হবে অ্যামাজনকে এবং প্রতি তিন বছর অন্তর ভাড়া বাড়বে ১২ শতাংশ করে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন