Tuesday, 19 August, 2025
19 August, 25
HomeকলকাতাKolkata: ‘ঘুম ভেঙেছে’, এমনটা নয়, তবে সতর্ক কলকাতা পুরসভা; ‘হটস্পট জোন’ চিহ্নিত...

Kolkata: ‘ঘুম ভেঙেছে’, এমনটা নয়, তবে সতর্ক কলকাতা পুরসভা; ‘হটস্পট জোন’ চিহ্নিত করল পুরসভা

চলতি বছরের শুরু থেকে ১০ই অগস্ট পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৯০ জন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ডেঙ্গি নিয়ে সতর্ক হয়েছে কলকাতা পুরসভা। তবে এখন যে ‘ঘুম ভেঙেছে’, এমনটা নয়। শহরের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদের সদস্য অতীন ঘোষ বলছেন, “এই সতর্কতা, তৎপরতা সারাবছরের।” গত দু’সপ্তাহের হিসাব অনুযায়ী, ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দু’জনের। তাই ঘনবসতি পূর্ণ এই শহরে কোথাও বাড়তি জল জমে বিপদ ডেকে আনা হচ্ছে কিনা সেই নিয়েই সমীক্ষা চলছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র।

এদিন তিনি বলেন, “কলকাতায় যে পরিকাঠামো তৈরি করা হয়েছে, তা গোটা বিশ্বে কোথাও নেই। কিন্তু এই শহরে মোট ৪৫ লক্ষ বাসিন্দা, যাদের মধ্যে ১৮ লক্ষ বস্তিতে বাস করে। যেখানে জল জমানোর উপায় বালতি, গামলা। আর জমা জলেই মশার উৎপত্তি। যা রুখতে সর্বত্র পরিসরে লড়াই চালাচ্ছে পুরসভা।”

আরও পড়ুনঃ ট্রেড লাইসেন্স বিভাগে ঘুঘুর বাসা, দালালরাজের রমরমা; প্রশ্নের মুখে শিলিগুড়ি পুরনিগম

ইতিমধ্য়েই যে ওয়ার্ডগুলি ডেঙ্গি সংক্রমণের দিক থেকে বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেগুলিকে চিহ্নিত করা হয়েছে বলেই সোমবার জানিয়েছেন অতীন ঘোষ। এই সংক্রান্ত একটি তালিকাও প্রদান করেছেন তিনি। যাতে দেখা গিয়েছে, ওয়ার্ড নম্বর ৬৬, ৬৭, ৬৯, ৭০, ৭৭, ৯৩ এবং ১০৮-এর বেশ কিছু এলাকা সেই ‘হটস্পট জোনের’ মধ্যে পড়ছে।

এছাড়াও, চলতি বছরের শুরু থেকে কত জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, সেই নিয়ে তথ্য তুলে ধরেছেন কলকাতার ডেপুটি মেয়র। প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১০ই অগস্ট পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৯০ জন। গতবছর এই এখনও পর্যন্ত এই সংখ্যা ছিল ২৫৫ জন। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এখনও পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৬৭২।

আরও পড়ুনঃ আক্রারহাট বাজারে রমরমিয়ে জুয়ার আসর; চাঞ্চল্য শীতলকুচিতে

অতীন ঘোষের সংযোজন, “গতবছরের তুলনায় ডেঙ্গি বেড়েছে। তবে আমরা ২০২৩ সালের পরিসংখ্যানকে মাথায় রেখেই কাজ করছি। পরের মাস থেকেই পুজো শুরু হয়ে যাবে। প্রায়ই দেখা গিয়েছে, প্যান্ডেল তৈরির সময় বাঁশের মাথায় বৃষ্টির কারণে জল জমে, যা মশার উৎপাত বাড়াতে যথেষ্ট। তাই আগাম সচেতন হয়ে শহরের প্রতিটি পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, এই বছর প্রচুর বৃষ্টির কারণে মানুষ নানা জ্বর-ব্যাধীতেও পড়েছেন। ইমিউনিটি কমেছে। আর সেই সময় মশা কামড়ালে ডেঙ্গি আক্রান্তের পরিমাণও বাড়বে।”

শুধুই ডেঙ্গি নয়, কলকাতা পুরসভা উদ্বিগ্ন ম্য়ালেরিয়া নিয়েও। পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রদত্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১০ই অগস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১১৫৬ জন। যা গতবছর এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন ১৩৫৮ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৮৮৮ জন।

এই মুহূর্তে

আরও পড়ুন