Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গJalpaiguri: ATM থেকে ৫৪ লক্ষ গায়েব করে জঙ্গলে গা ঢাকা, ময়নাগুড়ি কাণ্ডে...

Jalpaiguri: ATM থেকে ৫৪ লক্ষ গায়েব করে জঙ্গলে গা ঢাকা, ময়নাগুড়ি কাণ্ডে ধৃত ২

রবিবার ভোরে বৈকণ্ঠপুর জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। ধৃতদের নাম আসলুপ খান এবং মহম্মদ সামসের খান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ছক কষেই ATM থেকে ৫৪ লক্ষ টাকা গায়েব করেছিল দুষ্কৃতীরা। কিন্তু ‘মিশন সাকসেসফুল’ হওয়ার আগেই রণে ভঙ্গ দিয়েছিল পুলিশ। তড়িঘড়ি জঙ্গলে গা ঢাকা দিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। অবশেষে পুলিশের জালে ময়নাগুড়ি ATM লুট কাণ্ডের দুই অভিযুক্ত। রবিবার ভোরে বৈকণ্ঠপুর জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। ধৃতদের নাম আসলুপ খান এবং মহম্মদ সামসের খান। পুলিশ সূত্রে খবর, আসলুপ হরিয়ানার তারু এলাকার বাসিন্দা এবং সামসেরের বাড়ি বিহারের পিরাবাজারে।

আরও পড়ুন: Airtel, Jio এবং Vodafone Idea কে চ্যালেঞ্জ! 5G পরিষেবার ট্রায়াল শুরু করতে চলেছে

গত শুক্রবার ময়নাগুড়িতে একটি ATM লুটের ঘটনা ঘটে। প্রায় ৫৪ লক্ষ টাকা লুট করে পালায় কয়েকজন দুষ্কৃতী। যদিও তাদের পালিয়ে যাওয়ার প্ল্যান সফল হয়নি। জলপাইগুড়ি জেলা পুলিশের তাড়া খেয়ে গজলডোবা এলাকায় গাড়ি রেখে জঙ্গলে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। তদন্তকারীদের সন্দেহ ছিল, প্রত্যেকেই বৈকণ্ঠপুরের জঙ্গলে লুকিয়ে রয়েছে। এর পরেই যৌথ ভাবে সার্চ অপারেশনে নামে জলপাইগুড়ি জেলা পুলিশ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সহযোগিতা নেওয়া হয় বন দপ্তরেরও। শনিবার সারাদিন জঙ্গলে চালানো হয় তল্লাশি। এ ছাড়াও গজলডোবা-ফুলবাড়ি কেনাল রোড, ফুলবাড়ি মার্ডার মোড়, তিনবাতি, নৌকাঘাট-সহ শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় চলতে থাকে নাকা তল্লাশি।

আরও পড়ুন: রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেল কিশোর

পাশাপাশি সারারাত অভিযান চালায় পুলিশ। অবশেষে রবিবার ভোরে বৈকণ্ঠপুর জঙ্গলের গভীর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ATM থেকে ৫৪ লক্ষ টাকা চুরি হয়েছিল। দু’জনের থেকে এখনও পর্যন্ত ১৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন