spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeদক্ষিণবঙ্গKalna: 'বলছে নোয়া খুলে ফেলতে…’, পরীক্ষা না দিয়েই বেরিয়ে গেলেন SSC চাকরিপ্রার্থী

Kalna: ‘বলছে নোয়া খুলে ফেলতে…’, পরীক্ষা না দিয়েই বেরিয়ে গেলেন SSC চাকরিপ্রার্থী

অভিভাবকদের প্রশ্ন, সধবা মেয়ে সিঁদুর শাখা নোয়া কেন খুলবে?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পরীক্ষার হলে ঢোকার সময় হাতের নোয়া খুলতে বলা হয়েছিল। তবে সেই নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেলেন এক পরীক্ষার্থী। অভিভাবকদের প্রশ্ন, সধবা মেয়ে সিঁদুর শাখা নোয়া কেন খুলবে? অপরদিক ওই পরীক্ষার্থীর পরিষ্কার কথা, “নোয়া কোনও ভাবেই খুলব না। তাতে পরীক্ষা দিতে যদি না হয় দেব না।” তবে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান এরকম অভিযোগ তাদের কাছে আসেনি।

আরও পড়ুনঃ সর্বার্থ সিদ্ধির সঙ্গে অমৃত সিদ্ধি যোগ, কর্মক্ষেত্রে সাফল্য আসবে এই চার রাশির

রবিবার ঘটনাটি ঘটেছে ‘কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে।’ এসএসসি (SSC) আগেই জানিয়েছিল, কোনও রকম দামি জিনিস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। তা আগেই আনতে বারণ করা হয়েছিল। আজ পরীক্ষার সময় ছিল প্রবল নিরাপত্তা ব্যবস্থা।পরীক্ষার্থীদের জানানো হয়েছিল, কোনওরকম ধাতবও জিনিস সঙ্গে করে আনা যাবে না। সেই কারণেই বিবাহিত মহিলাদের হাতের পলা, নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলে প্রশাসন। কিন্তু একজন পরীক্ষার্থী হাতের নোয়া খুলতে নারাজ। তাই তিনি পরীক্ষা না দিয়ে  এ দিন পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন তিনি।

আরও পড়ুনঃ যুদ্ধ-হামলা-ঘৃণার উপরে মানুষ সত্য! সমর্থককে বুকে জড়িয়ে ধরলেন ভারতীয় ভক্ত

বেরিয়ে যাওয়ার পূর্বে ওই পরীক্ষার্থী বলেন, “আরে এক মাস বিয়ে হয়েছে আমার। এখন বলছে নোয়া খুলে ফেলতে হয় নাকি? পরীক্ষা দেবই না।”

এই মুহূর্তে

আরও পড়ুন