চুল প্রতিস্থাপনের পর সঙ্গম করে বিপদে পড়েছিলেন সমাজমাধ্যমপ্রভাবী। চিকিৎসকের পরামর্শ না মানার খেসারত দিতে হয়েছিল তাঁকে। মাথায় চুল প্রতিস্থাপনের পর বাড়ি ফিরে যৌন মিলনের পর ঘুমিয়ে পড়েছিলেন রুবেন ওয়েন নামের ২৪ বছরের তরুণ। ঘুম থেকে উঠে দেখেন তাঁর মাথা ফুলে গিয়েছে বেলুনের মতো। মুখ ফুলে বিকৃত। মাথার ত্বকও শক্ত। সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন রুবেন। তিনি জানান, ২০২২ সালে তুরস্কে গিয়ে চুল প্রতিস্থাপন করিয়েছিলেন তিনি। তখনই চিকিৎসকেরা বেশ কয়েকটি নিয়ম মেনে চলার কথা বলেছিলেন। সেই নিয়ম লঙ্ঘন করেই বিপাকে পড়তে হয়েছিল তাঁকে। সংবাদমাধ্যমে রুবেন বলেন, ‘‘ঘুম থেকে ওঠার পর আমাকে দেখে মনে হচ্ছিল যেন ১০০ মৌমাছি কামড়ে দিয়েছে।’’
আরও পড়ুনঃ জলপাইগুড়ির রাস্তায় ‘শান্ত স্বভাবের’ প্রৌঢ়ের নলি কাটা দেহ! ভাবাচ্ছে স্থানীয়দের
ইংল্যান্ডের বাসিন্দা রুবেন মাথার ফাঁকা অংশে বিনামূল্যে চুলে ভরাতে তুরস্কে উড়ে গিয়েছিলেন। চুল প্রতিস্থাপনের বিনিময়ে তাঁকে প্রতিস্থাপন ক্লিনিকের হয়ে বিজ্ঞাপনী প্রচার সারতে হয়েছিল। অস্ত্রোপচার সফল হলেও, নিষেধাজ্ঞা না মানার মারাত্মক মাসুল দিতে হয়েছিল তাঁকে। প্রতিস্থাপনের পরবর্তী দু’সপ্তাহ রোদ লাগানো, ব্যায়াম করা বা যৌনমিলনের উপর বিধিনিষেধ আরোপ করেছিলেন চিকিৎসকেরা।
অস্ত্রোপচারের এক দিনের মধ্যেই তিনি ওয়েলসে ফিরে আসেন। তার পরই চিকিৎসকের পরামর্শ না মেলে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন বলে সম্প্রতি জানান এই নেটপ্রভাবী ও বিষয়স্রষ্টা। ঘুম থেকে উঠেই মুখ ফুলে যাওয়া দেখে ভয় পেয়ে যান। তিনি ভেবেছিলেন কোনও যৌন রোগে আক্রান্ত হয়েছেন। পরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে আশ্বস্ত হন তিনি। স্বাভাবিক অবস্থায় ফিরতে তাঁর এক সপ্তাহ সময় লেগে যায় বলে জানিয়েছেন রুবেন।
আরও পড়ুনঃ সকাল থেকে তীব্র রোদ! ভাবলে চলবে না আকাশের মুড বদলে গিয়েছে; ফের চোখ পাকাবে নিম্নচাপ
ইংল্যান্ডের বাসিন্দা রুবেন মাথার ফাঁকা অংশে বিনামূল্যে চুলে ভরাতে তুরস্কে উড়ে গিয়েছিলেন। চুল প্রতিস্থাপনের বিনিময়ে তাঁকে প্রতিস্থাপন ক্লিনিকের হয়ে বিজ্ঞাপনী প্রচার সারতে হয়েছিল। অস্ত্রোপচার সফল হলেও, নিষেধাজ্ঞা না মানার মারাত্মক মাসুল দিতে হয়েছিল তাঁকে। প্রতিস্থাপনের পরবর্তী দু’সপ্তাহ রোদ লাগানো, ব্যায়াম করা বা যৌনমিলনের উপর বিধিনিষেধ আরোপ করেছিলেন চিকিৎসকেরা