সোমেন দত্ত, কোচবিহারঃ
হাতে লোহার রড। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বেপরোয়া হয়ে উঠলেন এক বিচারাধীন বন্দি। লোহার রড নিয়ে তিনি ঢুকে পড়লেন হাসপাতালের বাথরুমে। ভেতর থেকে বন্ধ করে দিলেন দরজা। রীতিমতো আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল তাঁকে। এই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে রীতিমত কালঘাম ছুটে গেল পুলিশের।
আরও পড়ুনঃ বিপন্ন কলকাতা! জলবন্দি গোটা উন্নয়নের শহর তিলোত্তমা
জানা গিয়েছে, ওই বিচারাধীন বন্দির নাম নবীন কাল্লু। বয়স ৩২ বছর। তিনি তেলঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা। রবিবার পুলিশ তাঁকে গ্রেফতার করে কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকা থেকে। এদিন শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে আসা হয় এই হাসপাতালে। এখানেই ওয়াশরুম যাওয়ার নাম করে তিনি হাসপাতালের বাথরুমে ঢুকে যান। তার হাতে একটি লোহার রড ছিল। তা দিয়ে তিনি ভয় দেখাচ্ছিলেন বলে জানা যায়। সোমবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। হাসপাতালে অন্য রোগীদের পরিজনরা ভয় পেয়ে যান।
আরও পড়ুনঃ শেষ পর্যন্ত বিধান মার্কেট সংস্কারের কাজে হাত; টক টু মেয়রে জানানোর প্রতিক্রিয়া
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় এই ব্যক্তিকে বাথরুম থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, ধৃত ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ করে প্রয়োজনে তাঁর মানসিক চিকিৎসা করানোর ব্যবস্থা হবে।