Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গHaldibari: কটাক্ষের স্বীকার অঙ্কিতা অধিকারী, হলদিবাড়িতে চাকরি হারাদের জন্য মিছিল করতে গিয়ে

Haldibari: কটাক্ষের স্বীকার অঙ্কিতা অধিকারী, হলদিবাড়িতে চাকরি হারাদের জন্য মিছিল করতে গিয়ে

যিনি দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন আজ তিনি চাকরি হারাদের জন্য মিছিল করছেন!

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

যিনি দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন আজ তিনি চাকরি হারাদের জন্য মিছিল করছেন ? এই কটাক্ষ শুনতে হল মেখলিগঞ্জ এর বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে। আজ হলদিবাড়িতে তিনি যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি হারানোর সমর্থনে মিছিল করতে গিয়ে সাধারণ মানুষের কটুক্তির স্বীকার হলেন।

আরও পড়ুন: ‘ভূতুড়ে’ র‌্যাশন দোকানে মদের ফাঁকা বোতল

জনমানুষে এমন মন্তব্য ভেসে উঠেছে, যার জন্য এই দুর্দশা গোটা বাংলা জুড়ে তিনি আজ চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের জন্য মিছিল করছেন, এর থেকে হাস্যকর আর কি হতে পারে। এই জন্যই তো সবার দুর্দশা নেমে এসেছে। রাস্তার ওপরেই কটুক্তির স্বীকার হয়ে পরেশ কন্যা মিছিল ছেড়ে চলে যান বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: শিলিগুড়িতেও নীল পুজোতে শিবের মাথায় জল ঢালার জন্য উপচে পড়ছে ভীড়

অনেকেই বলছেন মিছিলে যার চেহারা দেখে মানুষ চিন্তায় পড়ে যাবেন, তাকে মিছিলে রেখে কি লাভ হল? এরপরে তো যোগ্যদের নিয়েই প্রশ্নচিহ্ন উঠে আসবে। কারা অঙ্কিতা অধিকারীকে মিছিলে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিলেন শেষ পর্যন্ত সেই খবর পাওয়া যায়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন