কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:
আলাদাভাবে করা হয় এই প্রতিযোগিতা, শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সকল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিলেন ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত।
আরও পড়ুন: North Dinajpur Encounter: এপিডিআরের দাবি মমতার হস্তক্ষেপের, সাজ্জাকের মৃত্যু ভুয়ো এনকাউন্টারে
তিনি জানালেন এই প্রতিযোগিতাকে ঘিরে প্রতিবছর ওয়ার্ডের মানুষের আকর্ষণ প্রচন্ডভাবে থাকে। তা আমরা অনেকদিন আগে থেকেই চেষ্টা করি, এই প্রতিযোগিতায় তাকে যাকে সফল করে তোলা যায়। আমাদের এইবার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট এবং ফুটবলকে রাখা হয়নি, কারণ দৌড়ের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য।
আরও পড়ুন: The Car Fell Into The Ditch: খাদে পড়লো গাড়ি, আলিপুরদুয়ার থেকে সিকিমে যাওয়ার পথে
আর আমাদের প্রচেষ্টা সফল হয়েছে, এই দাবি করতে পারি আমরা। শ্রাবণী দত্ত আরো জানালেন সামনে বাড় থেকে আরও আকর্ষণ করে ফেলব আমরা এই প্রতিযোগিতা। ছোট থেকে বড় সবার হতেই পুরস্কার তুলে দেওয়া হলো।