spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: উত্তপ্ত বাংলাদেশ; ফের ভারত-বিরোধী স্লোগান, উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়!

Bangladesh: উত্তপ্ত বাংলাদেশ; ফের ভারত-বিরোধী স্লোগান, উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়!

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া এক বিশাল মিছিলে ফের আছড়ে পড়ল ভারত-বিরোধী স্লোগান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে অস্থিরতা থামার লক্ষণ নেই। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া এক বিশাল মিছিলে ফের আছড়ে পড়ল ভারত-বিরোধী স্লোগান। ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাঁর খুনিদের ফাঁসির দাবিতে এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয়।

আরও পড়ুনঃ বিশ্বের তৃতীয় বৃহৎ সামরিক শক্তির মুকুট ভারতের মাথায়

চলতি মাসের শুরুতে আততায়ীদের গুলিতে নিহত হন শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে অশান্তির মেঘ ঘনীভূত হয়েছে বাংলাদেশে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘আমিই হাদি’ স্লোগান দেওয়ার পাশাপাশি হাদির খুনিদের দ্রুত বিচার ও ফাঁসি দাবি করেন। আন্দোলনকারীদের একটি অংশের দাবি, হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। যদিও এই অভিযোগ কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে নয়া দিল্লি। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ আরও নিচে নেমেছে।

ছাত্র আন্দোলনের পীঠস্থান হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মধুর ক্যান্টিন’-এও বৃহস্পতিবার ভাঙচুর চালানো হয়। স্বাধীনতা সংগ্রামীর নামে নামাঙ্কিত এই ক্যান্টিনটি ছাত্র রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্র। সেখানে জানলার কাঁচ ভাঙার পাশাপাশি দেওয়ালে ‘বয়কট’ স্লোগান লিখে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ তাণ্ডব শুরু করলে ছাত্ররা তাকে ধরে প্রক্টর টিমের হাতে তুলে দেয়।

আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বর পাবেন না কোনও অনলাইন ডেলিভারি

শরিফ ওসমান হাদির মৃত্যুর পর উত্তেজিত জনতা ‘প্রথম আলো’ পত্রিকার অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। সেই পুড়ে যাওয়া অফিসের বাইরে এখনও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB) মোতায়েন রয়েছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা রুখতে রাজধানী কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

২০২৪-এর ছাত্র আন্দোলনের পর ক্ষমতায় আসা মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ এই অস্থিরতা সামাল দেওয়া। উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর জুমার নামাজের পর রিকশায় যাওয়ার সময় মুখোশধারী দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছিলেন হাদি। ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন