spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeকলকাতাAR Rahman: ১৩ বছর পর সুরের জাদু ছড়াবেন; কলকাতায় এআর রহমান

AR Rahman: ১৩ বছর পর সুরের জাদু ছড়াবেন; কলকাতায় এআর রহমান

নতুন বছরে নতুন বছরের ১১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠান করবেন অস্কারজয়ী সুরকার। শেষ বার তিনি কলকাতায় এসে অনুষ্ঠান করেছিলেন ২০১২ সালে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শীতের সময়টা শহর জুড়ে বহু শিল্পী আসেন অনুষ্ঠান করতে। মুম্বইয়ের বহু খ্যাতনামী শিল্পীরা কলকাতার শ্রোতাদের মুগ্ধ করতে আসেন এই সময়ে।

আরও পড়ুনঃ ২০৩০-এর মধ্যে ১০ লক্ষ কর্মসংস্থান! ৩৫ বিলিয়ন ডলার ভারতে বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের

এ বার প্রায় ১৩ বছর পরে কলকাতায় অনুষ্ঠান করতে আসছেন এআর রহমান। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করলেও বহু বছর কলকাতার শ্রোতা বঞ্চিত ছিলেন শিল্পীর অনুষ্ঠানের থেকে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে।

বছরের শেষে নয়, বরং নতুন বছরে নতুন বছরের ১১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠান করবেন অস্কারজয়ী সুরকার। শেষ বার তিনি কলকাতায় এসে অনুষ্ঠান করেছিলেন ২০১২ সালে। সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

আরও পড়ুনঃ চেনা কলকাতা আজ থেকে একটু হলেও অচেনা! ‘রাতারাতি’ আমূল বদলে যাবে শহর তিলোত্তমা

এর পরে ২০১৫ সালে ফুটবলতারকা পেলের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রহমান। তবে ১৩ বছর পরে ফের কলকাতার বুকে পারফর্ম করবেন তিনি।

সূত্রের খবর, এ বারের অনুষ্ঠান অ্যাকোয়টিকায় অনুষ্ঠিত হতে পারে। যদিও এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। তবে প্রায় পাঁচ ঘণ্টার অনুষ্ঠান হতে চলেছে বলে খবর। এমনিতেই শহর কলকাতায় রহমানের অনুরাগীর সংখ্যা কম নয়। সুদীর্ঘ কর্মজীবনে দক্ষিণী ছবি থেকে হিন্দি ছবির সঙ্গে কাজ করেছেন হলিউডের ছবিতেও। অসংখ্য হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। তবে সুরকার তাঁর যে গানটি প্রায় সব অনুষ্ঠানে গেয়ে থাকেন, তা হল ‘ঊর্বশী ঊর্বশী’। কলকাতার অনুষ্ঠানেও তেমন কিছু হিট গান থাকবে নাকি নতুন কিছু পরিবেশন করতে চলেছেন তিনি? সেই জল্পনা অনুরাগীমহলে, অধীর আগ্রহে অপেক্ষায় সকলে।

এই মুহূর্তে

আরও পড়ুন