Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাDurga Puja 2025: উৎসবের দিন গোনা শুরু; নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের দুর্গাপুজোর

Durga Puja 2025: উৎসবের দিন গোনা শুরু; নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের দুর্গাপুজোর

সময় ঘনিয়ে আসতেই ভক্তদের নজর বেলুড় মঠের দিকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাঙালির সবচেয়ে বড় উৎসবের দিন গোনা শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর সময় ঘনিয়ে আসতেই ভক্তদের নজর বেলুড় মঠের দিকে। কারণ, এখানে দুর্গাপুজো হয় বিশেষ নিয়মে, বিশুদ্ধ সিদ্ধান্ত পদ্ধতি মেনে। প্রতি বছরের মতো এবারও মঠের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে পূজার সম্পূর্ণ সময়সূচি।

আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় এবার দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ লন্ডনের টাওয়ার ব্রিজ

বেলুড় মঠের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান। ২৭ সেপ্টেম্বর পঞ্চমীতে সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। পরদিন ষষ্ঠীর সকালে কল্পারম্ভ, সন্ধ্যায় অধিবাস। সপ্তমীর দিন (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হবে পূজা। মহাষ্টমীর দিন (৩০ সেপ্টেম্বর) একই সময়ে শুরু হবে দেবীপূজা। সেদিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা এবং বিকেল ৫:৪৩ মিনিট থেকে শুরু হয়ে ৬:৩১ মিনিট পর্যন্ত চলবে মহাসন্ধি পূজা।

মহানবমী পালিত হবে ১ অক্টোবর, সকালেই দেবীপূজা শুরু হবে। দুপুরে আয়োজিত হবে হোমযজ্ঞ। বিজয়া দশমী (২ অক্টোবর) সকাল ৬:৩০-এ শুরু হবে পূজা, এরপর দর্পণ বিসর্জন সকাল ৮:২৫ মিনিটে। সন্ধ্যায় ঠাকুরের আরতির পর সম্পন্ন হবে প্রতিমা বিসর্জন ও শান্তিজল দান। প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে এবং প্রতিদিন ভোগরতির পর পুষ্পাঞ্জলি দেওয়া যাবে।

আরও পড়ুনঃ সর্বার্থ সিদ্ধি যোগের সঙ্গে বৃদ্ধি যোগ, সুসংবাদ পাবে এই চার রাশি

উল্লেখযোগ্য যে, বেলুড় মঠে দুর্গাপুজো শুরু হয়েছিল ১৯০১ সালে স্বামী বিবেকানন্দের হাত ধরে। তখন মা সারদা নিজে মঠে উপস্থিত ছিলেন এবং তাঁর অনুমতিতেই পূজার সূচনা হয়। সেই থেকে আজও মায়ের নামেই পুজোর সংকল্প করা হয়। ঐতিহ্য মেনে সেই ধারাই বহমান।

ভক্তদের সুবিধার্থে এবছরও পুজোর সমস্ত অনুষ্ঠান ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। এছাড়া ডিডি বাংলায়ও টেলিকাস্ট হবে পূজার অনুষ্ঠানসূচি।

এই মুহূর্তে

আরও পড়ুন