Friday, 18 July, 2025
18 July, 25
HomeদেশAsha Bhosle: হতবাক সঙ্গীতমহল! আশা ভোঁসলেকে নিয়ে ভুয়ো গুঞ্জন

Asha Bhosle: হতবাক সঙ্গীতমহল! আশা ভোঁসলেকে নিয়ে ভুয়ো গুঞ্জন

গুঞ্জন ক্রমশ বাড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়িকা-পুত্র আনন্দ ভোঁসলে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

খ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে! যেমনটা ঘটেছে আশা ভোঁসলের সঙ্গে। বৃহস্পতিবার আচমকা ছড়িয়ে পড়ে প্রবীণ গায়িকার মালা পরানো একটি ছবি। বিবরণীতে লেখা, “প্রয়াত বর্ষীয়ান গায়িকা। একটি যুগের অবসান!” এও জানানো হয়েছে, ১ জুলাই মারা গিয়েছেন তিনি। খবর দেখে স্তব্ধ তাঁর অনুরাগীরা। বিস্মিত বলিউড। গুঞ্জন ক্রমশ বাড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়িকা-পুত্র আনন্দ ভোঁসলে।

আরও পড়ুন: ছেলে ফিরবে কবে? সুনীতার সঙ্গে যা যা হয়েছিল, শুভাংশুর সঙ্গেও তাই হচ্ছে!

২৭ জুন ছিল রাহুল দেববর্মণের ৮৫তম জন্মদিন। এ দিন আশাকে সুরকার স্বামীর গান গাইতে শোনা গিয়েছে। মাত্র দিনকয়েকের মধ্যে এমন কি হল যে এই ধরনের খবর ছড়াল? সঙ্গীতমহল যখন এই আলোচনায় ব্যস্ত তখনই আনন্দ জানান, তাঁর মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। সুস্থ আছেন আশা ভোঁসলে। কিছু হয়নি তাঁর। কী ভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, তিনিও জানেন না।

আরও পড়ুন: মাথায় হাত! ১০ থেকে ১২ শতাংশ দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যান

আনন্দের বার্তায় স্বস্তির শ্বাস ফেলেছে বলিউড। নতুন করে ভাইরাল, আরডি-র জন্মদিনের বিশেষ ভিডিয়ো। যেখানে পেলব রঙের শাড়িতে সেজে ওঠা আশা জানিয়েছেন, রাহুল দেব বর্মণের গান তিনি খুব সহজে গাইলেও এই প্রজন্মের পক্ষে গাওয়া খুব সহজ হবে না। তাঁরা তাঁর মতো করে সে সব গান কণ্ঠে ধারণ করতে পারবেন না। ওই দিন প্রয়াত সুরকারের পাওয়া সমস্ত পুরস্কার, সম্মান, তাঁর ব্যবহৃত হারমোনিয়াম, দুর্লভ ছবিও ওই ভিডিয়োয় দেখানো হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন