Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাSealdah Station: শিয়ালদহ স্টেশনে মহিলা যাত্রীর মাথায় ভেঙে পড়ল চাঙড়

Sealdah Station: শিয়ালদহ স্টেশনে মহিলা যাত্রীর মাথায় ভেঙে পড়ল চাঙড়

হঠাৎ করে সিলিং থেকে খানিক চাঙড় খসে পড়ে৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হাওড়া-শিয়ালদহ৷ কলকাতার খেটে খাওয়া মানুষের মূল লাইফলাইন৷ প্রবল দুর্যোগের মুখে মঙ্গল থেকে বুধ বারবার ব্যাহত হচ্ছে পরিষেবা৷ তা-ও বৃষ্টি মাথায় নিয়ে রুজির ঠেলায় কলকাতায় আসছেন বনগাঁ থেকে কাকদ্বীপ সব এলাকার মানুষ৷ সেই শিয়ালদহ স্টেশনেই এবার ব্যস্ত সময়ে ঘটল দুর্ঘটনা৷ কিন্তু বরাত জোরে এড়ানো গেল বড় দুর্ঘটনা৷

আরও পড়ুনঃ ঘনাচ্ছে আঁধার, সে আবারও আসছে! কলকাতা-হাওড়া সহ ৫ জেলায় তাণ্ডবের সতর্কতা

এদিন বেলা ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের কাছে হঠাৎ করেই সিলিং থেকে ভেঙে পড়ে চাঙড়৷ সেই সময় আর পাঁচদিনের মতোই ব্যস্ত ভিড়ে ঠাসা ছিল গোটা চত্বর৷ মানুষের যাতায়াতও ছিল নিয়মিত৷

সেই সময়েই হঠাৎ করে সিলিং থেকে খানিক চাঙড় খসে পড়ে৷ তবে তা কম জায়গা জুড়ে হওয়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি৷ জানা গিয়েছে, চাঙড় ভেঙে পড়ে কাকদ্বীপের এক মহিলার মাথায় লাগে। সাথে সাথেই ছুটে যান রেল নিরাপত্তারক্ষীরা। তাঁর শুশ্রূষা করা হয়৷

আরও পড়ুনঃ বিকট শব্দে কেঁপে উঠলো এলাকা! দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ

ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় সিমেন্ট, বালির গুঁড়ো৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ জানা গিয়েছে, যে যাত্রীর মাথায় আঘাত লেগেছে তিনি কাকদ্বীপের বাসিন্দা। ট্রেন ধরার জন্যে সাউথ সেকশনের দিকে যাচ্ছিলেন।

এই মুহূর্তে

আরও পড়ুন