রাজস্থানের জয়সলমেরের কাছে চলন্ত বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হলেন অন্তত ২০ জন যাত্রী৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও অনেক যাত্রী৷ আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক৷ বাসটিতে ৫৭ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ বাসটি জয়সলমের থেকে যাত্রা শুরু করে৷ জয়সলমের-যোধপুর হাইওয়ে ধরে এগোচ্ছিল বাসটি৷ আচমকাই বাসটির পিছন দিকে আগুন ধরে যায়৷ আগুন লেগেছে বুঝতে পেরেই চালক বাসটি রাস্তার পাশে থামিয়ে দেন৷ কিন্তু ততক্ষণে আগুন গোটা বাসটিকে গ্রাস করেছে৷ ফলে ভিতরে আটকা পড়ে যান অধিকাংশ যাত্রী৷ অবাক করার মতো বিষয় হল, দুর্ঘটনার কবলে পড়া বাসটি মাত্র পাঁচ দিন আগে কেনা হয়েছিল৷ পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই বাসটিতে আগুন লাগে৷
স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল৷ বাসের আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার করা হয়ে অগ্নিদগ্ধ যাত্রীদের৷ কিন্তু তার আগেই বাসের ভিতরে মৃত্যু হয় অনেকের৷ উদ্ধারকাজে সাহায্য করে সেনাবাহিনীও৷ কীভাবে আগুন লাগল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুনঃ বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় ভর সন্ধ্যায় ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
জয়সলমেরের জেলাশাসক জানিয়েছেন, বেশ কিছু দেহ এমন ভাবে পুড়ে গিয়েছে যে সেগুলি চেনা যাচ্ছে না৷ দেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে৷ আহতদের প্রথমে জয়সলমেরে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যোধপুরে পাঠানো হয়৷