Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গSiliguri: নিউরো এন্ড ই এন টি মাল্টিস্পেশালিটি হসপিটাল -এর শুভ দ্বারোদ্ঘাটন

Siliguri: নিউরো এন্ড ই এন টি মাল্টিস্পেশালিটি হসপিটাল -এর শুভ দ্বারোদ্ঘাটন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শিলিগুড়ি পুর নিগমের ৪২ নং ওয়ার্ডের সেবক রোডে নবনির্মিত সমৃদ্ধি নিউরো এন্ড ই এন টি মাল্টিস্পেশালিটি হসপিটাল-এর শুভ দ্বারোদ্ঘাটন করলেন মেয়র গৌতম দেব।

আরও পড়ুন: Sikkim: ভেঙে পড়ল বেইলি ব্রিজ, যত কান্ড উত্তর সিকিমে

আজ সকালে তিনি এই হাসপাতালের  উদ্বোধন করে জানালেন, শহরের মাঝে এই হাসপাতাল  মানুষের যথেষ্ট উপকার করবে। হাসপাতাল সব সময়  আধুনিক হওয়াটা জরুরী। এখানে সবাই পাবেন আধুনিক বিশ্বের সর্ব মানের পরিষেবা। যেখান থেকে তার অনেকটাই  উপকৃত হতে পারবেন। আমার দেওয়ার দরকার এটা আমি করব।

আরও পড়ুন: Siliguri: আগুণপাখি শিলিগুড়িতে, শিলিগুড়ি পুরসভা ব্যর্থ পুনর্বাসন দিতে!

জানালেন মেয়র গৌতম দেব। এ নিয়ে আরো জানালেন উন্নত মানের পরিষেবা এখনকার হাসপাতাল এবং নার্সিং হোমগুলিতে একান্তই প্রয়োজন। যত দ্রুত চিকিৎসা করা যাবে, অতই ভালো জায়গা পৌঁছে যাবে রোগীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন