বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করেছিলেন সলমন খান। ইচ্ছাকৃত ভুল, না কি অজান্তেই এমন বলেছিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে সেই বেফাঁস মন্তব্যের জন্য এ বার পাকিস্তানি সরকারের নিশানায় ভাইজান।
সম্প্রতি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সলমন। সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলছিলেন তিনি। তখনই বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন ভাইজান। এই মন্তব্যের জন্য এ বার সলমনকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিল পাক সরকার। এমনকি, বলিউড তারকাকে নিষিদ্ধ ঘোষণাও করেছে তারা।
আরও পড়ুনঃ প্রযুক্তির ছোঁয়ায় ফিটনেস, নতুন যুগের জীবনধারা
সলমনের এই মন্তব্যের পরে খুশি হয়েছিলেন বালোচ নেতারা। এমনকি, সলমনকে তাঁরা ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন। তার পরেই পাকিস্তানের সন্ত্রাসদমন শাখা সলমনকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে।

সলমন ঠিক কী বলেছিলেন? সলমন বলেছিলেন, “হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে। এমনকি, তামিল, তেলুগু, মলয়ালি ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বালোচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।”
আরও পড়ুনঃ পুতিনকে নিয়ে ‘হতাশ’ ট্রাম্প! পুতিনের সাথে আবার বৈঠকে বসতে রাজি একটি শর্তে? কি সেটা?
মুখ ফস্কে সলমন এই মন্তব্য করেছেন, না কি জেনেবুঝেই বলেছেন, তা নিয়েও দীর্ঘ তরজা চলছে। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি সলমন। এই মন্তব্যের জন্য তাঁকে বালোচ নেতা মীর ইয়ার বালোচ কৃতজ্ঞতা জানিয়েছেন। বালোচ নেতার দাবি, সলমন তাঁদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তান-বালোচিস্তান বিতর্ক চলছে বহু দিন ধরেই। বালোচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বালোচিস্তান। তাই সলমনের মন্তব্য এই বিতর্কে ঘৃতাহুতির কাজ করেছে।




