Friday, 2 May, 2025
2 May, 2025
Homeদক্ষিণবঙ্গBangla Pokkho: বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রমণের বিরুদ্ধে মুর্শিদাবাদের সালারে বাংলা...

Bangla Pokkho: বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রমণের বিরুদ্ধে মুর্শিদাবাদের সালারে বাংলা পক্ষর সভা

ওড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রমণের বিরুদ্ধে ভরতপুর বিধানসভার সালারে গর্জে উঠলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়।

দাঙ্গা কবলিত মুর্শিদাবাদের মাটিতে দাঙ্গাবিরোধী বার্তা দিতে এবং বিজেপি শাসিত রাজ্যে (ওড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা ইত্যাদি রাজ্যে) বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদের সালারে সভা করলো বাংলা পক্ষ। বাংলার নানা জেলার শ্রমিকরা বিজেপি শাসিত নানা রাজ্যে আক্রান্ত হচ্ছে। মার খেয়ে বাড়ি ফেরত আসছে। অথচ বাংলায় পর্যাপ্ত কাজ আছে। বাংলায় বাঙালিকে কাজ ও চাকরিতে নেওয়া হয় না। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বিহার দিবসের অনুষ্ঠানে আসানসোলে বসে বিহারের মধুবনীর বিজেপির সাংসদ বলেছে, বাংলায় ২ কোটি বিহারের লোক কাজ করছে। বাংলার শ্রম মন্ত্রী মলয় ঘটক বিধানসভায় বলেছেন যে বাংলার ২১ লাখ শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে গেছে এবং বাইরের রাজ্য থেকে বাংলায় দেড় কোটি মানুষ কাজ করতে এসেছে। বাংলায় কাজ থাকলেও বাঙালি অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে। এর সমাধান হল চাকরি ও কাজে ভূমিপুত্র সংরক্ষণ৷ বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে এই দাবিতে লড়াই করছে।

বিজেপি মানেই বাংলা ও বাঙালি বিরোধী। বিজেপি যেখানেই ক্ষমতায় সেখানে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। দিল্লিতে বাঙালির মাছের দোকানও আগে ভেঙে দেওয়া হয়েছে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার পর৷  ওড়িষ্যাতে বিজেপি ক্ষমতায় আসার পরই বাঙালিকে মারধোর শুরু হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই পার্ক স্ট্রিটের ৬টি রেস্তরাঁ বন্ধ 

ওড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রমণের বিরুদ্ধে ভরতপুর বিধানসভার সালারে গর্জে উঠলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেন, “বাঙালি শ্রমিকরা বাইরের রাজ্যে মার খাচ্ছে, মুখ্যমন্ত্রী চুপ কেন? সরকার কি ব্যবস্থা করছে। অন্য রাজ্যের লোকজন বাংলায় লুটেপুটে খাচ্ছে৷ অথচ রাজ্য সরকার ভূমিপুত্র সংরক্ষণ চালু করছে না কেন?” তিনি আরও বলেন, “হিন্দু হোক বা মুসলমান, দাঙ্গা করলেই ডাণ্ডা দিন। বাংলায় কোনো দাঙ্গা চলবেনা। হিন্দু- মুসলিম এক হয়ে বাঙালি হিসাবে লড়তে হবে।”

সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বাংলার শিল্পাঞ্চল গুলোয় বাঙালির কর্ম সংস্থানের দাবি করেন। তিনি বলেন, “শিল্প হয় কোনো এলাকার কর্ম সংস্থানের জন্য। বাইরের রাজ্যের লোককে খাওয়াতে না। “বাংলা নিজের মেয়েকে চায়” স্লোগানে সাড়া দিয়ে বাঙালি ভোট দিয়েছিল নিজের ছেলেমেয়েদের ভবিষ্যতের স্বার্থে। সরকার বিহার- ইউপি- ঝাড়খন্ড- ওড়িষ্যার ছেলেমেয়েদের বাংলায় কাজ দিচ্ছে এবং বাঙালি বাধ্য হয়ে অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে।”

আরও পড়ুন: চোখ পাকাচ্ছে বাংলাদেশে ঘূর্ণাবর্ত, এপার বাংলায় শুরু তুমুল ঝড়-বৃষ্টি

এছাড়াও বক্তব্য রাখেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য ডাঃ আব্দুল লতিফ ও নুরুল হাসান।

জেলা সম্পাদক অরিন্দম চন্দ্র জানান যে বাংলা পক্ষ দ্রুত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠন তৈরি করবে এবং কলকাতায় বড় সভা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন