পহেলগাঁও হামলার বদলা নিয়েছে ভারত। একেবারে পাকিস্তানের ভিতরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এমনকী আজ বৃহস্পতিবারও সে দেশের একের পর এক জায়গায় স্ট্রাইক চালিয়েছে ভারত। সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের মাটিতে থাকা এয়ার ডিসেন্স সিস্টেম। এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা বাড়িয়েছে ভারত। আর তাতেই রাতের ঘুম উড়েছে বাংলাদেশের।
এই অবস্থায় দেশের এয়ার ফোর্সের ক্ষমতা বাড়াতে উদ্যোগী হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। চিনের J-10C মাল্টিরোল ফাইটার জেট কিনতে উদ্যোগী হল সে দেশের সরকার। ইতিমধ্যেই পাকিস্তানকে আধুনিক এই যুদ্ধবিমান দিয়েছে বেজিং। এবার সেটাই চায় ঢাকা?
আরও পড়ুন: জয়সলমেরের সীমান্তে পাকিস্তানের F16 যুদ্ধবিমান গুলিতে ধ্বংস করল ভারত
সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ বায়ুসেনার হাতে থাকা যুদ্ধবিমানগুলিকে আপগ্রেড করার চেষ্টা চালাচ্ছে। এবার পাকিস্তানের মাটিতে ‘সিঁদুর স্ট্রাইকে’র পর হঠাৎ করেই এই বিষয়ে কথাবার্তা শুরু করেছে ইউনূস সরকার।
রিপোর্ট বলছে, প্রাথমিক পর্যায়ে ১৬ টি J-10CE ফাইটার জেট কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভিগোরাস ড্রাগন নামে পরিচিত এই বিমানগুলি ৪.৫ প্রজন্মের।
আরও পড়ুন: সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’, বাজছে সাইরেন, জম্মুর আকাশে দেখা গেল মিসাইল, ফের হামলা পাকিস্তানের?
আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে হামলার ক্ষেত্রে J-10CE ফাইটার জেট বিশেষভাবে সক্ষম। বলে রাখা দরকার, বাংলাদেশের এয়ার চিফ মার্শাল হাসান মহমুদ খান সম্প্রতি চিন সফরে যান। সেখানে একটি এয়ার শো’তেও যোগ দেন। একাধিক চিনের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। আর এরপরই চিনা বিমান কিনতে উদ্যোগী হল সে দেশের সরকার।