কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
গতকালই ব্যবসায়ী সমিতির ভোটে জয়ী হয়েছে বাপি সাহার প্যানেল। চির প্রতিদ্বন্দ্বী এবং তার বড় দাদা সুব্রত সাহা (কালা) কেহা হারিয়ে জয়ী হয়েছেন বাপি সাহা। তিনি জানিয়েছেন এই জয় সবার জয়। ব্যবসায়ীদের মনের কথা বুঝে তাদের সাথে সাথে চলতে পেরেছি বলেই হয়তো এই জয় এসেছে। বাপি সাহা আরো জানালেন ব্যবসায়ীদের মনের কথা বুঝতে চেষ্টা করি তাদের সমস্যা সমাধান করতে চেষ্টা করি, সেই কারণেই হয়তো এই জয় এসেছে। আগামী দিনেও তাই করে যাব, যেটা আগের থেকে করে এসেছি। চির প্রতিদ্বন্দ্বী তার দাদাকে হারিয়েছেন ১৭/৪ ভোটের ব্যবধানে। তাও প্রত্যয়ী বাপি সাহা জানালেন আমরা কোন রাজনৈতিক রঙ নিয়ে চলি না, ব্যবসায়ীদের স্বার্থ এবং সুবিধা দেখাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যেটা আগামী দিনেও আমরা করে যাব।
আরও পড়ুন: ইঁদুরে খাচ্ছে শিলিগুড়ি! মাটি কাটায় বসে যাবে হিলকার্ট রোড!
“এবারকার ভোট খুব ভালো হয়েছে। সবাই ভোট দিতে পেরেছেন, মানুষ এবার যথেষ্ট আগ্রহী ছিল এই এই শিলিগুড়ি বিধান মার্কেটের ভোটকে নিয়ে। যারা ভোটার না তারাও আগ্রহ দেখিয়েছেন। এটাই আমাদের বড় আনন্দের, মানুষ বিধান মার্কেটে আসতে পছন্দ করেন, তাই সমস্ত ব্যাপারে তারা আগ্রহী। এই ভোট নিয়ে মানুষের আগ্রহ, আমাদের আনন্দ দিয়েছে।“ জানালেন বাপি সাহা
আরও পড়ুন: শিলিগুড়িতে শুটআউট! মাদক কারবারীদের সঙ্গে পুলিশের বচসা
এবারের ভোটকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল প্রচন্ডভাবে। অনেকেই ভোটের সাথে ওতপ্রোতভাবে জড়িত না হলেও যথেষ্ট আগ্রহের সাথে নজর রেখেছেন এই ব্যবসায়ী সমিতির ভোটকে। সেটাই হয়তো সব থেকে ভালো দিক। সবাইকে নিয়ে চলতে হবে, যে আমাদের ভোটার যে আমাদের ভোটার না সবাইকে নিয়ে। মানুষ আমাকে ভোটে জিতিয়ে এনেছেন এবার তাদের হয়ে কাজ করা আমাদের দায়িত্ব, জানালেন বাপি সাহা ( দেবব্রত)।