কসবার গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই শ্লীলতাহানির ভয়াবহ অভিযোগ। ভরদুপুরে, রাস্তার মাঝে এক ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার বারাসতের ঘটনা। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: মদনকে শো কজ়; তিন দিনের মধ্যে জবাব তলব
রবিবার টিউশন পড়তে গিয়েছিল বারাসতের এক ছাত্রী। দুপুরে পড়া শেষে বারাসত ১২ নম্বর রেলগেটের পাশ দিয়ে টিউশন পড়ে ফিরছিল সে। পথে আচমকা এক ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে। ছাত্রী বাধা দিলে ওই ব্যক্তি প্রকাশ্যে তার প্রাইভেট পার্টে হাত দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
রেলগেট এলাকায় ওই ছাত্রীর কান্নার আওয়াজ পেয়ে এলাকার দোকানদাররা ছুটে যান ও ওই ব্যক্তিকে ধরে ফেলেন। অভিযুক্ত যুবক তাঁদের হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর স্থানীয় দোকানদারদের মারধর করে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। পরবর্তীতে সকলে মিলে ধরে ফেলেন ওই অভিযুক্ত যুবককে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।
আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য! নয়া ছাত্রী এলেই টার্গেট করত মনোজিৎ! মামলা রয়েছে অস্ত্র আইনেও
কলকাতার আইন কলেজে এক ছাত্রীর গণধর্ষণের ঘটনায় রাজ্য-রাজনীতি উত্তাল। রাজ্য়ের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। এরই মধ্যে বারাসতের এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।