১২ চাকার লরিতে পিষ্ট অষ্টম শ্রেণির ছাত্র! মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে টাকি রোড অবরোধ। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। বসিরহাটের পশ্চিম ডন্ডিরহাট এলাকায় ওই ছাত্রের বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই ছাত্রটি রাস্তার ধার দিয়ে হেঁটেই যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল একটি ১০ চাকার লরি। ছেলেটি পাশ দিতে গিয়ে সরে যায়। তখন অপর দিক থেকে চলে আসে আরেকটি ১২ চাকার লরি!
আরও পড়ুনঃ শিবের মাথায় জল ঢালতে গিয়ে বাস দুর্ঘটনা; রাতের অন্ধকারে গোঙানি, রক্তবন্যা…
কোমর থেকে পায়ের দিকে লরির চাকায় পিষ্ট হয়ে যায়। তড়িঘড়ি বাসিন্দারা ছুটে গিয়ে ছাত্রকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ ‘অপারেশন মহাদেব’, মুখ খুলল কেন্দ্র! “এরাই সেই তিন জঙ্গি” নিশ্চিত করলেন শাহ
অভিযোগ, দীর্ঘদিন এই রাস্তায় দুই ধারে বিভিন্ন ধরনের যানবাহন ও লরি দাঁড়িয়ে থাকে যার কারণে এই দুর্ঘটনা, এই নিয়ে টাকি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো বেঞ্চ পেতে তাঁরা রাস্তা অবরোধ করেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে যায় শয়ে শয়ে গাড়ি। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।