Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাBJP: ২৬-এ বাংলা ‘দখল’! বড় অফিস খুঁজছে বিজেপি, থাকবে হেলিপ্যাডও

BJP: ২৬-এ বাংলা ‘দখল’! বড় অফিস খুঁজছে বিজেপি, থাকবে হেলিপ্যাডও

নির্বাচনের আগে এই বড় সংসারের জন্য নতুন আস্তানার খোঁজে নেমেছে বাংলার গেরুয়া শিবির।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

‘আস্তানা’ খুঁজছে বিজেপি। বাংলার বুকে রাজনৈতিক ‘আস্তানা’ তারা পেয়েছে। কিন্তু সঙ্গে নিজেদের মাথার উপর প্রয়োজন আরও একটু পোক্ত ছাদ। আরও একটু বেশি জায়গা। এখন তো আগের মতো নেই। সংসার বড় হয়েছে। তাই নির্বাচনের আগে এই বড় সংসারের জন্য নতুন আস্তানার খোঁজে নেমেছে বাংলার গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ ভাইপো গ্রেফতার, আসল রহস্য পিসির বাড়িতে!

বর্তমানে সল্টলেকের সেক্টর ফাইভে রয়েছে বঙ্গ বিজেপির ‘সদর দফতর’। কিন্তু এই কার্যালয়ে জায়গা অনেকটাই স্বল্প। এদিকে সংসার বড় হয়েছে। বাংলার রাজনীতিতে গেরুয়া-গ্রহণযোগ্যতা তৈরি হওয়া শীর্ষ নেতৃত্বদেরও ঘনঘন যাতায়াত লেগে রয়েছে। সব মিলিয়ে নয়া ‘অফিস পাড়ায়’ স্থিত চার দেওয়ালে জায়গা একেবারে ধরছে না।

এই পরিস্থিতিতে নতুন কার্যালয়ের কথা ভাবছে বিজেপি। দলীয় সূত্রে খবর, সল্টলেক পেরিয়ে নতুন ঠিকানা হতে পারে নিউটাউন। থাকবে সুবিশাল এলাকা, থাকবে বিরাট পার্কি, সঙ্গে হেলিপ্য়াড। নতুন ‘আস্তানা’ খোঁজার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলিকেই চূড়ান্ত হিসাবে গ্রহণ করেছে বঙ্গ বিজেপি। ওয়াকিবহাল মহল বলছে, গোটা ব্যাপারটাই একেবারে ‘কর্পোরেট’।

আরও পড়ুনঃ জীবনযুদ্ধ শেষ, এ পারে দ্বিতীয় স্ত্রী অঙ্কিতাকে রেখে ও পারে চলে গেলেন জয় বন্দ্যোপাধ্যায়

সামনেই নির্বাচন তার আগে এই নতুন কার্যালয় প্রয়োজনীয় বলেই মত বঙ্গ বিজেপির। এছাড়াও প্রয়োজন ৫-৬টি হেলিকপ্টার। যাতে চড়বেন দিল্লি ও বাংলার শীর্ষ নেতারা। চড়ে কোথায় যাবেন? নির্বাচনের প্রচারে। এই বারের ভোট অল্প কয়েক দফায় মিটবে বলেই বঙ্গ বিজেপির ধারণা। আর সেই কথা মাথায় রেখেই ম্যারাথন প্রচারে নামতে শীর্ষ নেতাদের গোটা কয়েক হেলিকপ্টার তো লাগবেই। তাই নতুন অফিসে হেলিপ্যাডও চায় গেরুয়া শিবির।

এই মুহূর্তে

আরও পড়ুন