জানুয়ারি মাসের স্মৃতি ফিরিয়ে এনে, একই সপ্তাহের মধ্যে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিন্ধুপালচক জেলা। এই কম্পন ভারত, তিব্বত ও চিন সীমান্তেও অনুভূত হয়েছে। শুধু নেপাল নয়, ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানও।
আরও পড়ুন: পরিবর্তনতো দূরের কথা, অটুট থাকলো দার্জিলিং জেলা তৃণমূলের নেতৃত্ব
নেপালের ভূমিকম্পের প্রভাবে বিহারেও কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। ডিএনএ সূত্রে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও দার্জিলিংয়েও কম্পনের রেশ অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রাত ২টো ৩৬ মিনিট নাগাদ নেপালের বাগমতি প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।
সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুযায়ী, নেপালে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তবে, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: কান্নায় ভাসলেন ক্ষতিগ্রস্থ দোকানীরা, সিপিআই(এম) এর বিক্ষোভ
অন্যদিকে, শুক্রবার ভোর ৫টা ১৪ মিনিট নাগাদ পাকিস্তানও কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। তবে, নেপাল ও পাকিস্তান, উভয় দেশেই ভূমিকম্পের ফলে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নেপালের বড় বড় ভূমিকম্পের ইতিহাস রয়েছে। সেই কথা মাথায় রেখে, আফটারশকের জন্য বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।