Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাRSP: "তালিবানি শাসন চলছে দেশে"! রাজ্যব্যাপী আন্দোলন গড়ার ডাক নিখিল বঙ্গ মহিলা...

RSP: “তালিবানি শাসন চলছে দেশে”! রাজ্যব্যাপী আন্দোলন গড়ার ডাক নিখিল বঙ্গ মহিলা সংঘের

ফের ময়দানে নামতে চলেছে নিখিল বঙ্গ মহিলা সংঘ। রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে তাদের তরফ থেকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

নারী নিরাপত্তার অভাব ও লিঙ্গ বৈষম্য নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত বঙ্গ ও জাতীয় রাজনীতি। দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডের পর সমালোচনার আঙুল উঠেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য পরিস্থিতি আরো স্পর্শকাতর করে তুলেছে। অন্যদিকে তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ করার অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে কটাক্ষের মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবির, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক ও তালিবানের তরফ থেকে বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও থামছে না সমালোচনা।

আরও পড়ুনঃ আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী, ঘুম ছুটেছে পুলিশ ও প্রশাসনের কর্তাদের

এমন ধরনের ঘটনাকে কেন্দ্র করে এবার ফের ময়দানে নামতে চলেছে নিখিল বঙ্গ মহিলা সংঘ। রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে তাদের তরফ থেকে। রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য সম্পাদক সর্বানী ভট্টাচার্য এক বিবৃতিতে এই ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরেছেন। তাতে তাঁর বক্তব্য, “তালিবানি শাসন চলছে দেশজুড়ে। দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রীর ধর্ষণের ঘটনায় ধর্ষকদের শাস্তি না দিতে পেরে মুখ্যমন্ত্রী রাত্রে মেয়েদের বাইরে না বেরোনোর ফতোয়া জারি করেছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর তালিবানি ফতোয়ায়, আফগানিস্তানের দূতাবাসে ভারত-আফগান কূটনৈতিক বৈঠকে, ঢুকতে পারেননি মহিলা সাংবাদিক।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই ঘটনা থেকে প্রমাণিত যে তৃণমূল ও বিজেপি, দুটোই শাখা সংগঠন আরএসএসের। তাই রাজ্য ও কেন্দ্র সরকার, দুজনেই চায় চাপিয়ে দিতে নোংরা মধ্যযুগীয় তালিবানি মানসিকতা যাতে নারীদের উপর অপরাধ কমার পরিবর্তে বেড়ে যায়। তারা তাদের জয়ের শাসন গড়তে চায় এই ত্রাসের রাজত্ব তৈরি করেই। এখানেই শেষ নয়, মনুবাদী শাসনের অন্ধকার যুগ পর্যন্ত তৈরি করতে চায় তারা লিঙ্গ বৈষম্যের দ্বারা।” অবশেষে বিবৃতিতে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের আহ্বান জানানো হয়েছে রাজ্যব্যাপী আন্দোলন তৈরি করার।

আরও পড়ুনঃ “শান্তিপূর্ণ পথে কাজ না-হলে অন্য রাস্তাও খোলা রয়েছে”, বললেন পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবান মন্ত্রীর

প্রসঙ্গত, রবিবার দমদম বিমানবন্দরে উত্তরবঙ্গে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের রাত্রিবেলায় বাইরে না থাকার পরামর্শ দেন। এরপরই চারিদিক থেকে ধেয়ে আসে সমালোচনা। বিজেপির তরফ থেকে শুরু হয় কটাক্ষ করা।

অন্যদিকে তালিবানের বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের উপস্থিত না থাকার অনুমতি দেওয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে বিরোধীরা। গেরুয়া শিবিরের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের অভিযোগ তোলা হয়। যদিও বিদেশমন্ত্রক জানিয়েছে যে এতে তাদের কোনও হাত নেই, কিন্তু তা সত্ত্বেও অব্যাহত নিন্দা। তালিবান সরকারের তরফ থেকেও বিষয়টি পরিষ্কার করা হয়েছে। পরবর্তী সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকারের অনুমতি দেওয়া হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন