শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন পুণ্যার্থীরা। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের দুমকা জেলার বাসকীনাথ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার ধারে থাকা ইটের স্তূপে ধাক্কা মারে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুনঃ আজ নাগপঞ্চমী, নাগপঞ্চমী পালনের নেপথ্যে শ্রীকৃষ্ণ ও সমুদ্রমন্থন?
জানা গেছে, পুণ্যার্থীরা সবাই বিহারের গয়া জেলা থেকে এই মন্দিরে যাচ্ছিলেন। তাঁরা প্রথমে বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল নিয়ে দেওঘরের বাবা বৈদ্যনাথধাম মন্দিরে জল ঢালেন। এরপর রীতি মেনে সেখান থেকে দুমকা জেলার বাসকীনাথ মন্দিরের পথে রওনা হয়েছিলেন। তখনই মোহনপুর থানা এলাকার জামুনিয়া চকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ বাড়ছে উদ্বেগ, মাথা চাড়া দিয়েছে মৌলবাদ; জনমানসশূন্য হয়ে যাচ্ছে একের পর এক এলাকা
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চালকের চোখে ঘুম এসে গিয়েছিল, যার ফলেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটের স্তূপে ধাক্কা মারে এবং দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের দেওঘর সদর হাসপাতালে ভর্তি করে।