Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাWest Bengal: পশ্চিমবঙ্গে বাতিল ১২টা রাজনৈতিক দল, বড় ঘোষণা নির্বাচন কমিশনের

West Bengal: পশ্চিমবঙ্গে বাতিল ১২টা রাজনৈতিক দল, বড় ঘোষণা নির্বাচন কমিশনের

ভোটে লড়তে পারবে না। দিতে পারবে না কোনও প্রার্থী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সামনে ভোট। তার আগেই বড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ১২টা রাজনৈতিক দলকে এ রাজ্যে বাতিল ঘোষণা কমিশনের। তা নিয়েই পুরোদমে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কমিশন বলছে, এই দলগুলি গত ৬ বছর ভোটে লড়েনি। ফলে রাজনৈতিক আঙিনায় তাদের কোনও অস্তিত্ব নেই। সে কারমেই এবার তাঁদের বাতিল করা হল। ফলে তারা আর ভোটে লড়তে পারবে না। দিতে পারবে না কোনও প্রার্থী। 

আরও পড়ুনঃ Independence Day 2025: ৭৯ বছরে পা স্বাধীনতার; কেমন ছিল সংগ্রামের সেই দিনগুলি?

তালিকায় কোন কোন দল? 

১. আম্বেদকরবাদী পার্টি

২. গ্লোবাল পিপল পিস পার্টি

৩. গোরখা ন্য়াশনাল লিবারেশন ফ্রন্ট

৪. কামতাপুর প্রগ্রেসিভ পার্টি

৫. মাই হি ভারত

৬. ন্যাশনাল কনফেডেরেসি অফ ইন্ডিয়া (National Confederacy of India)

৭. ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি

৮. নির্যাতিতা সমাজ বিপ্লবী পার্টি

৯. পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি

১০. পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ

১১. Right Party of India

১২. The Religion of Man Revolving Political Party of India

 

এই মুহূর্তে

আরও পড়ুন