Saturday, 9 August, 2025
9 August, 25
Homeকলকাতা100 Days Work: বাংলায় কি বামই ভরসা? অথচ ‘চাকরি খাওয়া’র অভিযোগ এনেছিলেন...

100 Days Work: বাংলায় কি বামই ভরসা? অথচ ‘চাকরি খাওয়া’র অভিযোগ এনেছিলেন মমতা

জানা যাচ্ছে, এই মামলায় মামলাকারী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ‘পশ্চিমবঙ্গ খেত মজদুর সমিতি’। এই সংগঠনের হয়ে মামলা লড়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলায় ফের চালু হতে চলেছে ১০০ দিনের কাজ। বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১ আগস্ট থেকে রাজ্যে ফের এই প্রকল্প চালু করতে হবে, কেন্দ্রকে এমনটাই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই মামলারই অন্যতম আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যার বিরুদ্ধে একাধিকবার ‘চাকরি খাওয়া’র অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের সুপ্রিম রায় আসার পর বিকাশকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ‘উনি বিশ্বের বৃহত্তম আইনজীবী, ওনার নোবেল পাওয়া উচিত’। এবার তাঁর লড়া মামলার সুবাদেই বাংলায় ফের চালু হতে চলেছে ১০০ দিনের কাজ।

আরও পড়ুন: যুদ্ধ জয়! ৯ কোটির ইঞ্জেকশন এনে দিল মানুষের ভালবাসা

জানা যাচ্ছে, এই মামলায় মামলাকারী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ‘পশ্চিমবঙ্গ খেত মজদুর সমিতি’। এই সংগঠনের হয়ে মামলা লড়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। গতকাল সেই মামলাতেই বাংলায় ফের ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিগত প্রায় ৩ বছর ধরে রাজ্যে মনরেগা প্রকল্প বন্ধ ছিল। অবশেষে গতকাল উচ্চ আদালতের নির্দেশ, ১ আগস্ট থেকে ফের কেন্দ্রকে এই স্কিম চালু করতে হবে। সেই সঙ্গেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটার জন্য কেন্দ্রীয় সরকার নজরদারি চালাবে বলে জানিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন: ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা; কালীগঞ্জে বৃষ্টির মধ্যেই চলছে ভোটগ্রহণ

উচ্চ আদালতের এই রায় আসার পর বিকাশ বলেন, ‘টাকা পাবে বলে কেউ এই মামলা করেনি। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য সিবিআই তদন্ত চাওয়া হয়। আমরা খেত মজদুরদের তরফ থেকে বলেছি, টাকাটা ফেরত আসুক’। এখানেই না থেমে ‘চাকরি খাওয়া’র অভিযোগ প্রসঙ্গে এই অভিজ্ঞ আইনজীবী বলেন, ‘দুর্নীতিকে যারা ভালোবাসেন, তাঁরাই একথা বলেন, খোঁজ নিয়ে দেখবেন, আমি চাকরি খাইনি। অন্তত ২৫ হাজারকে চাকরি পাইয়ে দিয়েছি’।

এই মুহূর্তে

আরও পড়ুন