Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: আমন্ত্রণ পেল না বিরোধীরা; উত্তর-পূর্বের সবচেয়ে বড় রথে শুধুই ঘাসফুল

Siliguri: আমন্ত্রণ পেল না বিরোধীরা; উত্তর-পূর্বের সবচেয়ে বড় রথে শুধুই ঘাসফুল

এবার রথের দিন উত্তর-পূর্বের সবথেকে বড় ইসকনের রথে দেখা গেল ঘাসফুলের দাপট। দেখা গেল না গেরুয়া শিবিরের কাউকেই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

গত ক’দিন ধরে শিলিগুড়িতেও জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে বিস্তর টানাপোড়েন ছিল দুই শিবিরেই। সরকার পক্ষ যেমন বাড়ি বাড়ি দীঘার মহাপ্রসাদ পৌছে দিয়েছিল তেমনি পাল্টা হিসেবেই রাস্তায় নেমে প্রসাদ বিলি করেছিল হিন্দু সংগঠনগুলি। এবার রথের দিন উত্তর-পূর্বের সবথেকে বড় ইসকনের রথে দেখা গেল ঘাসফুলের দাপট। দেখা গেল না গেরুয়া শিবিরের কাউকেই।

আরও পড়ুন: দুমড়ে মুচড়ে যায়, রথের দিন ভয়াবহ দুর্ঘটনা

বিধায়ক শঙ্কর ঘোষ বা বিজেপি সভাপতি অরুন মজুমদার অথবা অন্য বিজেপি নেতাদের সকলেই অনুপস্থিত রথযাত্রায়। তবে মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সভানেত্রী পাপিয়া ঘোষ-সহ তৃণমূল নেতারা ইসকনের মঞ্চে ছিলেন। সূত্রের খবর, আমন্ত্রণ করা হয়নি বিজেপি নেতাদের। তা নিয়েও চলছে চাপানউতোর। ঝাড়ু দিয়ে রাস্তা সাফাই করে নারকেল ফাটিয়ে রথের সূচনা করেন মেয়র গৌতম দেব। জিজ্ঞেস করতেই কটাক্ষের সুরে তিনি বলেন, “এতক্ষন সানগ্লাস পড়ে ছিলাম। এখন সানগ্লাস খুলেছি। বিজেপি নেতাদের দেখতেই পাচ্ছি না।”

আরও পড়ুন: ‘ডিএ দিতেই হবে, আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে’; জানালেন শামিম

ইসকনের তরফে জানানো হয় প্রথা মেনেই মঞ্চে ছিলেন মহানাগরিক মেয়র গৌতম দেব। বিধায়ক-সহ বিজেপি নেতারা জন্মাষ্টমীতে আসেন। রথে নয়। অন্যদিকে শঙ্কর ঘোষ বলছেন, “আজ ওরা গোল দিতে পারেন। ভোটে আমরাই গোল দেব। আমন্ত্রকেরা কাকে নিমন্তন্ন করবেন তাদের বিষয়। আমরা হিন্দু ধর্মকে ভরসা করি, আস্থা রাখি। ধর্মে আঘাত এলে আজ যারা মঞ্চ দাপালেন তারা নিশ্চুপ থাকেন, আমরাই প্রতিবাদ করি।”

এই মুহূর্তে

আরও পড়ুন