Monday, 3 November, 2025
3 November
HomeকলকাতাBJP West Bengal: শহরে বাড়ছে অপরাধ! ‘তাণ্ডব’ কসবার আবাসনে; পুলিশের জালে পুত্র-সহ...

BJP West Bengal: শহরে বাড়ছে অপরাধ! ‘তাণ্ডব’ কসবার আবাসনে; পুলিশের জালে পুত্র-সহ বিজেপি নেতা রাকেশ 

অভিযোগ, বাবা ও ছেলে একটি আবাসনে ঢুকে পড়ে ঝামেলা শুরু করেন। ওই আবাসনের ব্যায়ামাগারে ঢুকে তাঁরা মারধর করেন বলেও অভিযোগ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আবারও পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিংহ ও তাঁর পুত্র শিবম। এ বার তাঁদের বিরুদ্ধে অভিযোগ কসবার একটি আবাসনে ঢুকে ‘তাণ্ডব’ চালানোর।

আরও পরুনঃ যাদবপুরে শোরগোল, বচসার মাঝেই চলল গুলি, নেপথ্যে সেই ‘প্রাক্তন প্রেমিকা’; বাংলায় এত অস্ত্র!

সোমবার রাতে দু’জনকে গ্রেফতার করা হয়।

অভিযোগ, বাবা ও ছেলে একটি আবাসনে ঢুকে পড়ে ঝামেলা শুরু করেন। ওই আবাসনের ব্যায়ামাগারে ঢুকে তাঁরা মারধর করেন বলেও অভিযোগ। এর পরেই ওই আবাসনের ‘আক্রান্ত’রা অভিযোগ দায়ের করেন তাঁদের নামে।

আরও পড়ুনঃ বইছে ঝোড়ো হাওয়া, রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু অন্ধ্রপ্রদেশে; বিকেলেই আছড়ে পড়বে মান্থা

অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। স্থানীয় থানা সূত্রে খবর, রাকেশ ও তাঁর পুত্রও পাল্টা অভিযোগ দায়ের করেছেন।

বেশ কিছু দিন আগে কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালানোর ঘটনায় রাকেশ ও শিবমের নাম উঠে এসেছিল। ঘটনার পরে আত্মগোপন করে রাকেশ বার বার ‘গর্জন’-ও করেছিলেন। তবে পুলিশি তল্লাশিতে ধরা পড়েন দু’জনেই। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত ছিলেন। তবে তার মাঝেই আবাসনে ঢুকে ‘দাপট’ দেখানোর অভিযোগে ফের পুলিশের জালে তাঁরা।

এই মুহূর্তে

আরও পড়ুন