Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাKolkata: "আমি জানি সম্পূর্ণ তালিকা, আমিই তালিকা প্রকাশ করে দেব"; বললেন...

Kolkata: “আমি জানি সম্পূর্ণ তালিকা, আমিই তালিকা প্রকাশ করে দেব”; বললেন শুভেন্দু

তাঁর কাছে আছে পূর্ণাঙ্গ তালিকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। তবে বারেবারে এই তালিকা নিয়ে উঠছিল বিস্তর প্রশ্ন। খোদ সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে কেন দাগিদের তালিকা এত কম। তার যথাযথ উত্তরও দিয়েছে এসএসসি (SSC)। আর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, এসএসসি অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। তাঁর কাছে আছে পূর্ণাঙ্গ তালিকা। তা তিনি প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ জিএসটি কমায় ‘জয়’ ঘোষণা তৃণমূলের, কেন্দ্রকে কটাক্ষ

শুভেন্দু অধিকারী বলেন, “আমি জানি সম্পূর্ণ তালিকা। আমিই তালিকা প্রকাশ করে দেব। ১,৯৫৮ জন হল দাগি। যেটা প্রকাশ হয়েছে তা অসম্পূর্ণ তালিকা।” এরপর বিরোধী দলনেতা বলেন, “আপনাদের আর বলতে হবে চোর ধরো, জেলে ভরো। এখন একটাই আওয়াজ, চাকরি চোর।”

আরও পড়ুনঃ শহরে থমাস! ফরাসি শিল্পীই সাজাবেন উত্তর কলকাতার হাতিবাগানের এই পুজোর মণ্ডপ

প্রসঙ্গত, প্যানেল বাতিলের পর থেকেই নতুন করে পরীক্ষায় বসতে বলেছিল সুপ্রিম কোর্ট। এরপর সেই মতো পরীক্ষা নেওয়ার তোড়জোড়ও শুরু করে এসএসসি। তবে দাগিদের ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে এই মর্মে আবারও কোর্টে যান কয়েকজন। দেশের সর্বোচ্চ আদালত দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করে এসএসসি। তবে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার প্রশ্ন, ‘দাগিদের নামের তালিকা এত কম কেন?’ সেই উত্তরে কমিশন জানিয়েছিল, সিবিআই তালিকায় যাদের নাম ছিল, সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। যে দাগিরা নিযুক্ত হয়েছিল, এই তালিকায় শুধু তাদের নামই আছে। এরই মধ্যে বিরোধী দলনেতা জানালেন পুরো তালিকা রয়েছে তাঁর কাছে।

এই মুহূর্তে

আরও পড়ুন