Saturday, 5 July, 2025
5 July, 2025
HomeকলকাতাBJP: কসবা কাণ্ডে লালবাজারের সামনে বিক্ষোভ, গ্রেপ্তার ৩ বিজেপি কাউন্সিলর

BJP: কসবা কাণ্ডে লালবাজারের সামনে বিক্ষোভ, গ্রেপ্তার ৩ বিজেপি কাউন্সিলর

এক জোট হয়ে লালবাজারের সামনেই জড়ো হন কলকাতার বিজেপি কাউন্সিলররা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাতবিরেতে উত্তাল লালবাজার চত্বর। শহরের নিরাপত্তার কেন্দ্রস্থলে গিয়ে প্রতিবাদ-বিক্ষোভে বসল বিজেপি। পরিস্থিতি সামাল দিতে ছুটে গেল পুলিশ। তড়িঘড়ি ছুটে যান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায়ও।

আরও পড়ুন: ‘দেখব পুলিশের কত ক্ষমতা’, লালবাজার থেকে বেরিয়ে জামিন প্রত্যাখান আন্দোলনের ঘোষণা সুকান্তর

এক জোট হয়ে লালবাজারের সামনেই জড়ো হন কলকাতার বিজেপি কাউন্সিলররা। ভিড়ের মধ্য়ে প্রতিবাদে দেখা যায় সজল ঘোষকেও। চলে স্লোগান, চড়ে বিক্ষোভ, তৎপর হয় পুলিশ। চলে গ্রেফতারি পর্বও।

কিন্তু তারপরেও প্রতিবাদ স্থলেই বসে থাকেন সজল-সহ আরও দুই বিজেপি কাউন্সিলর। যার জেরে পুলিশের সঙ্গে ক্ষণিক বচসাও চলে তাদের। এরপরই ১৪৪ ধারা লাগু থাকা এলাকায় বিক্ষোভ প্রদর্শনের কারণে বিজেপির সজল ঘোষ, বিজয় ওঝা ও মীনা দেবী পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার সকাল থেকেই কসবা-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী শিবির। তপ্ত হয়েছে গড়িয়াহাট চত্বর-সহ একাধিক জায়গা। এমনকি, আন্দোলনের ঝাঁঝ বজায় রাখতে এদিন কসবা থানার দিকে অভিযান চালায় বিজেপি। তখনই পুলিশ কর্মীদের সঙ্গে বাঁধে তুমুল অশান্তি। গ্রেফতার হন ৬২ জন বিজেপি নেতা-কর্মী। যাদের মধ্যে রয়েছেন সুকান্তর মতো হেভিওয়েটরাও। পুলিশি সূত্রে জানা গিয়েছে, তাঁদের প্রতিরোধমূলক গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ‘আমার ছেলে ফেঁসে গেল…’,  বিস্ফোরক দাবি মায়ের

এদিন সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায় আর তমোঘ্ন ঘোষ তিন জন জামিন বন্ডে স্বাক্ষর করেননি। কার্যত জামিন প্রত্যাখ্যান করেছেন তাঁরা। অন্যান্য বিজেপি কর্মী-সমর্থকরা সেই বন্ডে সই করলেও, সুকান্তরা বলেছেন, বেরবেন না। তাঁদের দাবি, আগামিকাল অর্থাৎ রবিবার যেন আদালতে তোলা হয় তাঁদের। এদিকে পারদ চড়েছে বিজেপির অন্দরে। রাজ্য সভাপতি গ্রেফতারি মানতে নারাজ পদ্ম শিবিরের অন্য নেতারা। তাই লালবাজারে সামনে জড়ো হয়ে চলেছে ধর্না।

এই মুহূর্তে

আরও পড়ুন