spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeরাজ্যDurga Puja 2025: পুজো সংখ্যায় জুড়ল নতুন গল্প! লাল পেড়ে শাড়ি 

Durga Puja 2025: পুজো সংখ্যায় জুড়ল নতুন গল্প! লাল পেড়ে শাড়ি 

সরাসরি বিজেপি নয়, তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিজেপির পুজো সংখ্যায় জুড়ল নতুন গল্প। বুকস্টল-অনুদানের পর এবার জেলায়-জেলায় পুজোয় উপহার দেবে বিজেপি। সরাসরি বিজেপি নয়, তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে। সমস্ত জেলায় মহিলাদের এবার লাল পেড়ে শাড়ি দিতে চলেছে পদ্মশিবির। শুধু তাই নয়, মহালয়ার দিন জেলায় জেলায় পুজোর উপহার দেওয়ার কর্মসূচি পালন করবে বঙ্গ বিজেপি।

আরও পড়ুনঃ আগামিকাল সকাল ১১টায় অঙ্কুশকে দিল্লিতে তলব ED-র

বিজেপি সূত্রে খবর, পুজোর এই অনুষ্ঠানের আয়োজন করবে বিজেপি ঘনিষ্ঠ সংগঠন। তাঁদের মাধ্যমে এই শাড়ি দেওয়া হবে। তবে অনুষ্ঠানে হাজির থাকবেন বিজেপির বিভিন্ন নেতৃত্ব। আর এই কর্মসূচির পর প্রশ্ন উঠছে তবে বাংলার লক্ষ্মীদের মন জয়ের চেষ্টা করছে পদ্মশিবির? চলছে চর্চা। যদিও, এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “বিজেপি উপহার দেবে এত লোক কোথায়? কোন বাড়ির লোককে দেবেন? দিলীপ ঘোষের বাড়ির লোকের স্বাস্থ্য সাথী করানো রয়েছে। বিজেপির অর্ধেকের বাড়ির লোক নেতা-মন্ত্রীদের স্কিমগুলি পান। শাড়ি কেউ দিলে হাসিমুখে ভোট দিয়ে দেবেন। ভোটটা তো দেবেন তৃণমূলে।”

আরও পড়ুনঃ ‘গোপন’ কিছু খুঁজছিল আমেরিকা! মেলে অভিশপ্ত জাহাজের ধ্বংসাবশেষ

বস্তুত, এবারে রাজ্য সরকারের মতো অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে বঙ্গ বিজেপিও। আর সেই টাকা বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। পুজো কত বড় তার ভিত্তিতেই এই অনুদান দেওয়া হবে। এই আবহের মধ্যে এবার শাড়ি দেবে বলে জানাল বঙ্গ বিজেপি।

এই মুহূর্তে

আরও পড়ুন