মঙ্গলবার থেকে BLO-রা SIR-এর জন্য বাড়ি বাড়ি যাবেন। এর মধ্যেই আবার ভূতুড়ে ভোটারের হদিশ পানিহাটিতে। পানিহাটির কেবলমাত্র একটি ওয়ার্ডেই ২৭০ টি ভূতুড়ে ভোটারের হদিশ। পানিহাটির ১৮ নম্বর ওয়ার্ডের ৭টি বুথে ভুয়ো ভোটার ২১০ জন। আর তাতে বিজেপির খোঁচা, এই ভূতুড়ে ভোটাররাই তৃণমূলের প্রাণভোমরা।
আরও পড়ুনঃ মঙ্গলে অমঙ্গল! বাংলায় শুরু হল “SIR”; কেন ব্যতিক্রমী অসম?
পানিহাটির বিজেপি নেতা জয় সাহা বলেন, “যাঁদের মৃত্যু হয়েছে, যাঁরা এখানে আর নেই, অন্যত্র চলে গিয়েছে, যাঁরা অন্য এলাকায় ভোট দিচ্ছেন, ডবল ভোটার সবার নাম এখানে রয়ে গিয়েছে।” তিনি দাবি করেছেন, সারা পানিহাটি জুড়ে কমপক্ষে ১০ হাজার ভোটারের নাম বাদ যাবেই।
যদিও এই নিয়ে ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা চৌধুরী বলেন, “যাঁরা মারা গিয়েছেন, তাঁদের নাম যদি থেকেও যায়, সেটা দেখার দায়িত্ব কাদের, সেটা নির্বাচন কমিশনেরই দেখার দায়িত্ব। বাড়ির লোক ডেথ সার্টিফিকেট দিয়ে নামগুলো ডিলিট করবে।”
আরও পড়ুনঃ ৪ নভেম্বর SIR শুরুর দিনেই রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মমতা-অভিষেক
তাঁর বক্তব্য, “বাকি যদি বিজেপির কাছে আর অন্য কোনও তথ্য থাকে, সেটা নির্বাচন কমিশনকে জানাক। আমি তো আরা ভোটারের নাম তুলি না, ভোটার লিস্টও তৈরি করি না।”
এদিকে, আবার পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আগারপাড়া ইলিয়াস রোডেও আতঙ্কে দানা বেঁধেছে। যেমন সেখানকার বাসিন্দা স্বপন কুমার দে। ১৯৯০সাল থেকে তিনি ও তাঁর পরিবার দিয়ে আসছেন ভোট। সম্প্রতি আগরপাড়ায় আত্মঘাতী প্রদীপ করের ঘটনার পর তারও মনে সন্দেহ তৈরি হয়। তিনি তৎক্ষণাৎ নির্বাচন কমিশন প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকা চেক করেন। কিন্তু তিনি দেখতে পান, তাঁর পরিবারের তিন সদস্যের নাম নেই সেই তালিকায়। এরপরেই তৈরি হয় দুশ্চিন্তা। পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর ।





