Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: ফটোগ্রাফির আড়ালে মেয়েদের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল!

Siliguri: ফটোগ্রাফির আড়ালে মেয়েদের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল!

বাড়িতে ফটোশুটের জন্য স্টুডিও তৈরি করেন রাজ মল্লিক নামে এক যুবক। সেখানেই রাজের সঙ্গে আলাপ হয় এক তরুণীর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ফটোগ্রাফির আড়ালে মেয়েদের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল! পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনায় তুমুল চাঞ্চল্য শিলিগুড়িতে।

আরও পড়ুন: লুকোচুরি! টাস্ক ফোর্সের কর্তারা ফিরে যেতেই চড়া দাম

পুলিশ সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে শিলিগুড়ি লাগোয়া ফাপড়ি এলাকায় এক বাড়িতে ফটোশুটের জন্য স্টুডিও তৈরি করেন রাজ মল্লিক নামে এক যুবক। সেখানেই রাজের সঙ্গে আলাপ হয় এক তরুণীর। তাকে মডেলিং-এর প্রস্তাব দেয় রাজ। তরুণীও বিশ্বাস করে অভিযুক্তের স্টুডিওতে বেশকিছু আপত্তিকর ছবি তোলেন।

আরও পড়ুন: ‘…ওকে ঘরে নিয়ে যাও, তারপর নিজের কাজ করো’, পাক হ্যান্ডলার আলির সঙ্গে জ্যোতির চ্যাট ফাঁস

পরবর্তীতে অভিযুক্ত তরুণীর কাছ থেকে মোটা টাকা দাবি করে। টাকা দিতে তরুণী অস্বীকার করলে, অভিযুক্ত তাকে ভয় দেখায় তার সব আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। ভয় পেয়ে তরুণী কোনওমতে ৩০ হাজার টাকা জোগাড় করে তুলে দেন অভিযুক্তের হাতে। এরপর আরও টাকা দাবি করলে পুলিশের দ্বারস্থ হয় তরুণী। ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করতেই সোমবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন