Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গCooch Behar: কোচবিহারে প্রাণকেন্দ্র সাগরদিঘি থেকে ভেসে উঠল দেহ

Cooch Behar: কোচবিহারে প্রাণকেন্দ্র সাগরদিঘি থেকে ভেসে উঠল দেহ

এই নিয়ে এক মাসের মধ্যে দুটি মৃত্যুর ঘটনা ঘটল ঐতিহ্যবাহী এই দিঘিতে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি থেকে মঙ্গলবার ফের এক ব্যাক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে এক মাসের মধ্যে দুটি মৃত্যুর ঘটনা ঘটল ঐতিহ্যবাহী এই দিঘিতে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।

আরও পড়ুনঃ ‘ঘটক’ সিপিএম, ‘পুরুত’ বিজেপি, যুগলদের জন্য দরজা খোলা পার্টি অফিসের

প্রসঙ্গত, বারবার এধরণের ঘটনা ঘটায়, বছরখানেক আগেই প্রশাসনের তরফে সাগরদিঘিতে নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বাস্তবে সেরকম কোনও নজরদারি চোখে পড়েনা বলেই অভিযোগ।

আরও পড়ুনঃ ‘পিসি-ভাইপোকে ধরাই উচিত, প্রচুর সম্পত্তি করেছে, লজ, শপিং মল..’, বেফাঁস তৃণমূলের জীবনকৃষ্ণের বাবা

এদিন কোতোয়ালি থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোটের সাহায্যে দেহটি উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। ঘটনা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের দাবি, দিঘিতে নজরদারি বাড়ানো উচিত।

এই মুহূর্তে

আরও পড়ুন