Friday, 4 July, 2025
4 July, 2025
Homeউত্তরবঙ্গSchool: স্কুলের হস্টেল থেকে উদ্ধার ছাত্রের দেহ; ‘খুন হয়েছে’ বলছে পরিবার

School: স্কুলের হস্টেল থেকে উদ্ধার ছাত্রের দেহ; ‘খুন হয়েছে’ বলছে পরিবার

পরিবারের অভিযোগ,আত্মহত্যা নয় বিদ্যালয় কর্তৃপক্ষের অত্যাচারেই মৃত্যু হয়েছে তাদের সন্তানের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বেসরকারি স্কুলের হস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। তেরো বছরের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। নির্যাতন করে মেরে ফেলা হয়েছে দাবি মৃতের পরিবারের। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে শিক্ষক, ছাত্রদের। তীব্র চাঞ্চল্য মালদার মানিকচকে।

আরও পড়ুন: ফের ছাঁটাই! কাজ খাচ্ছে কৃত্রিম মেধা? চাকরি যাচ্ছে ন’হাজার কর্মীর

মৃত পড়ুয়ার নাম শ্রীকান্ত মণ্ডল। সে অষ্টম শ্রেণির ছাত্র। গত তিন বছর ধরে স্কুলের ছাত্র আবাসনে থেকেই পড়াশোনা করছিল সে। পরিবারের দাবি,তাঁদের ছেলে অসুস্থ হয়েছে বলে প্রথমে স্কুলের তরফে জানানো হয়। অনেক পরে মৃত্যুর খবর দেওয়া হয়। পরে জানা যায় আবাসনের ঘরেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ বর্ধমান মেডিক্যাল কলেজে

পরিবারের অভিযোগ,আত্মহত্যা নয় বিদ্যালয় কর্তৃপক্ষের অত্যাচারেই মৃত্যু হয়েছে তাদের সন্তানের। ঘটনার তদন্তে মানিকচক থানার আইসি সহ পুলিশকর্মীরা। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে মৃতের এক আত্মীয় বলেন, “গরমের ছুটিতে ছেলেটা বাড়ি গিয়েছিল। তখনই বলেছিল ওইখানে যাব না। থাকব না। খালি আমাদের বলত ভাল লাগে না। পরে যদিও জোর করে তাকে পাঠানো হয় স্কুলে। এরপর কালকে ফোন আসে। ওরা খবরটা দেয়। স্কুল কর্তৃপক্ষ বলতে চাইছে ছেলেটা আত্মহত্যা করেছে। তবে খুন করা হয়েছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন