Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গSiliguri: পথ চলা শুরু টেবিল টেনিস একাডেমীর

Siliguri: পথ চলা শুরু টেবিল টেনিস একাডেমীর

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

ইচ্ছে ছিল অনেকদিন ধরেই, নিজস্ব অ্যাকাডেমী তৈরি করার, এবারে তা পথ চলা শুরু করল, মান্তু ঘোষের  টেবিল টেনিস একাডেমী আজকের থেকে শুরু হলো যাত্রা। স্বামী সুব্রত রায়ের সাথে  যৌথ উদ্যোগে মান্তু ঘোষের পরিচালনায় এবার থেকে চলবে এই একাডেমি।

আরও পড়ুন: Kolkata Flyover: খুলেও খুলছে না, ফের রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ

আমার ইচ্ছে এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে, আমার অনেক দিনের আশা পূর্ণ হল এবার। আমাদের দুজনেরই ইচ্ছা ছিল শিলিগুড়ি থেকে প্রতিভা তুলে আনবার জন্য। আশা করি শিলিগুড়ির মুখ উজ্জ্বল করতে পারব। আপাতত 300 থেকে 350, শিক্ষার্থী থাকবেন। দেখি কি করা যায়, জানালেন মান্তু  নিজেই।

আরও পড়ুন: CPI(M) Kolkata: ‘ময়নাতদন্তের’ রিপোর্ট প্রকাশ্যে; ভিতর থেকেই ফুরিয়ে যাচ্ছে CPIM

এদিন থেকেই শুরু হয়ে গেল মান্তু ঘোষের কোচিং সেন্টার এর যাত্রা। জাতীয় চ্যাম্পিয়ন মান্তু ঘোষের একাডেমি কেমন চলে সেটা দেখতে উপস্থিত ছিলেন বহু মানুষ। তবে মান্তু আশাবাদী  তিনি সফল হবেন। তিনি নিজে জানিয়েছেন, আমি নিজে উদ্যোগ নিয়েছি, মানুষের আগ্রহ দেখেই আমি এগিয়েছি, আর আমার বিশ্বাস আমি সফল হবই। এই একাডেমি শিলিগুড়ির মুখ উজ্জ্বল করবে ভবিষ্যতে জানালেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন