Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeরাজ্যKunal Ghosh: ‘বিএসএফের একাংশের মদতেই হামলাকারীদের ঢুকিয়ে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে’, বিস্ফোরক...

Kunal Ghosh: ‘বিএসএফের একাংশের মদতেই হামলাকারীদের ঢুকিয়ে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে’, বিস্ফোরক কুণাল

বিএসএফের একাংশের সহযোগিতায় সীমান্ত দিয়ে হামলাকারীদের ঢুকিয়ে অশান্তি পাকানো হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

বিএসএফের একাংশের সহযোগিতায় সীমান্ত দিয়ে হামলাকারীদের ঢুকিয়ে অশান্তি পাকানো হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে। কোনও কোনও রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোনও কোনও এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে বদনাম করার জন্য অশান্তি পাকানো হচ্ছে। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মুর্শিদাবাদে ‘বিশেষ ডিউটি’তে পাঠানো হল রাজ্যের ২৩ ‘দক্ষ’ পুলিশকর্তাকে! জেলায় পৌঁছে গেলেন বিএসএফের আইজি-ও

কুণালের বক্তব্য, “গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ, মিটিং, মিছিল হতেই পারে। যে জায়গাগুলোতে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে, একটা অভিযোগ আসছে, বিএসএফের একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে, তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। যারা অশান্তি করেছে, তাদেরকে আটকাচ্ছে, ধরছে।”

বিএসএফের একাংশকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুণাল। বাংলায় বিএসএফের মদতেই হামলাকারীরা ঢুকছে, আবার হামলা করে পালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন কুণাল।

আরও পড়ুন: রাশিয়ার মিসাইলে ধ্বংস ভারতীয় সংস্থার সম্পত্তি, দাবি ইউক্রেনের

কুণালের কথায়, “একটা অভিযোগ আসছে, কোনও কোনও রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোনও কোনও এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা সেই এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লু প্রিন্টের মাধ্যমে বিএসএফের একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজদের ঢোকানো হয়েছিল, গন্ডগোল করিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।” আর কেন তিনি এই ধরনের কথা বলছেন, তার কারণও ব্য়াখ্যা করেন তিনি। কুণালের দাবি, “যারা গন্ডগোল পাকালো, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মানুষ চিনতে পারছে না। তারাই লোক ক্ষেপিয়েছে, তারাই আগুন জ্বালিয়েছে।”

এই অশান্তির নেপথ্যে সরাসরি বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। কুণালের বক্তব্য, “এই প্ররোচনায় পা দেবেন না। বিজেপি-র এজেন্ডা। আমরা তদন্ত দাবি করছি, এই অভিযোগ ঠিক কিনা। এটা একটা গভীর ষড়যন্ত্র।”

যদিও বিএসএফের গোয়েন্দাদের অনুমান, মুর্শিদাবাদ-মালদহের অশান্তির নেপথ্যে  বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের মৌলবাদীরাও থাকতে পারেন। তা ইতিমধ্যেই আইজি-র কাছে ইতিমধ্যেই জমা করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন