Thursday, 17 July, 2025
17 July, 25
Homeউত্তরবঙ্গBSF: ভারত-বাংলাদেশ বর্ডারে গুলি; স্বয়ংক্রিয় রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা

BSF: ভারত-বাংলাদেশ বর্ডারে গুলি; স্বয়ংক্রিয় রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা

ভোর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কিষাণগঞ্জ সেক্টরের পারিয়াল বর্ডার আউটপোস্ট এলাকায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুরিঃ

বারণ করা হয়। তবুও কানে যেন কথা তোলে না বাংলাদেশি পাচারকারীরা। আর এবার বিএসএফ জওয়ানের হাত থেকে স্বয়ংক্রিয় রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা অনুপ্রবেশকারী এবং পাচারকারীদের। আর শেষে বাধ্য হয়ে গুলি চালালেন বিএসএফ জওয়ানরা। তাঁদের ছোড়া গুলিতে মৃত্যু এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর। শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কিষাণগঞ্জ সেক্টরের পারিয়াল বর্ডার আউটপোস্ট এলাকায়।

আরও পড়ুন: WhatsApp-কে টক্কর! নতুন মেসেজিং অ্যাপ Bitchat

বিএসএফ সূত্রে খবর, লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে ৮৭ নম্বর ব্যাটেলিয়নের ওই জওয়ানের উপরে হামলা সীমান্তে। রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে প্রথমে শূন্যে গুলি চালায় ওই বিএসএফ জওয়ান। কিন্তু তাতে ভয় না পেয়ে অনুপ্রবেশকারী এবং পাচারকারীরা আরও আগ্রাসী হয়ে ওঠে।

আরও পড়ুন: সমতলে ঘাটতি, পাহাড়ে রেকর্ড; উত্তরবঙ্গের অর্থনীতিতে আশা দেখাচ্ছে চা শিল্প

সেই জওয়ানের হাতে ধারাল অস্ত্র দিয়ে কোপ মেরে তাঁর সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় ওই জওয়ান দুষ্কৃতীদের সঙ্গে লড়াই চালিয়ে যান।এরপরই ওই জওয়ান পরপর গুলি চালান দুষ্কৃতীদের লক্ষ্য করে। ঘটনাস্থলেই এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গুলিবিদ্ধ মৃত্যু হয়। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। গুরুতর এবং রক্তাক্ত জখম অবস্থায় ওই জওয়ানকে উদ্ধার করা হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন