Wednesday, 15 October, 2025
15 October
Homeরাজ্যKolkata Metro: সরছে বিটি রোডের পাইপ! ব্যারাকপুর-বরানগর মেট্রো

Kolkata Metro: সরছে বিটি রোডের পাইপ! ব্যারাকপুর-বরানগর মেট্রো

13 কিলোমিটার দূরত্বের তৈরি হবে 10টি মেট্রো স্টেশন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুর থেকে বরানগর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণে হাত লাগালো মেট্রো কর্তৃপক্ষ! ব্যারাকপুরবাসীর ভোটে জয়যুক্ত হয়ে ব্যারাকপুর থেকে কল্যাণী পর্যন্ত মেট্রো রেল চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সেই প্রতিশ্রুতি মেনেই রেলমন্ত্রীর কাছে চিঠি পৌঁছতেই মেট্রো রেল সম্প্রসারণের কাজ শুরু হয়ে গিয়েছে

আরও পড়ুন: South Dinajpur: বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণ

সূত্রের খবর, ব্যারাকপুর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের কাজ ডানলপ মোড় পর্যন্ত এসে পৌঁছেছে। শোনা যাচ্ছে, এবার সেই ডানলপ থেকে বিটি রোড হয়ে সোজা ব্যারাকপুরের চিড়িয়া মোড় পর্যন্ত মেট্রোর লাইন সম্প্রসারণের উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ। খুব শীঘ্রই শুরু হবে কাজ।

মেট্রো রেলের একটি সূত্র জানিয়েছে, বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রস্তাবিত মেট্রোরেল সম্প্রসারণের কাজ খুব শীঘ্রই পুরোদমে শুরু হয়ে যাবে। জানা যাচ্ছে, প্রায় 13 কিলোমিটার দূরত্বের এই পথে তৈরি হবে 10টি মেট্রো স্টেশন। সূত্র বলছে, ব্যারাকপুর পর্যন্ত প্রস্তাবিত এই রুটটি বরানগর থেকে শুরু হয়ে ডানলপ মোড়ে ইন্টারচেঞ্জ করার পর প্রথমে কামারহাটি, তারপর আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দহ, টাটাগেট, টিটাগর এবং তালপুকুরের পর ব্যারাকপুরে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: Maha Sivaratri 2025: সারা দেশের সাথে উত্তরবঙ্গেও মহা সমারহে পলিত হচ্ছে শিবের আরাধনা

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিটি রোডের নিচ থেকে যাওয়া পাইপলাইন এতদিন ব্যারাকপুর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের পথে বাধা হয়েছিল। তবে এবার সেই চিন্তা দূর হতে চলেছে। মূলত অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় কীভাবে ভূগর্ভস্থ জলের পাইপ ও জল সরবরাহ অক্ষুণ্ন রেখেই পুরোদমে মেট্রো লাইন সম্প্রসারণের কাজ শুরু করা যায় সেদিকেই নজর রয়েছে কর্তৃপক্ষের।

এই মুহূর্তে

আরও পড়ুন