Saturday, 2 August, 2025
2 August, 25
HomeকলকাতাRooftop Restaurants: চাইলেও বন্ধ করতে পারেনি হুক্কা বার, রুফটপ রেস্তোরাঁতেও হোঁচট খাবে...

Rooftop Restaurants: চাইলেও বন্ধ করতে পারেনি হুক্কা বার, রুফটপ রেস্তোরাঁতেও হোঁচট খাবে না তো রাজ্য?

হুক্কা বার বন্ধ করতে পারেনি কলকাতা পুরসভা। এখন এবার নতুন ফরমান। তাতেই বিতর্ক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ছাদের উপরে রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহরে যে’কটি ছাদের ওপর রেস্তোরাঁ চলছে, তা বন্ধ করতে হবে। মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের জেরে ১৫ জনের মৃত্যুতে এই নির্দেশ দেওয়া হল বলে জানিয়েছেন মেয়র। কিন্তু, নতুন সিদ্ধান্ত নেওয়া হলেও আদতে তা কতটা বাস্তবায়ন হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ এর আগে হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়েছিলেন মেয়র। কিন্তু, তারপরই জল গড়ায় এক্কেবারে হাইকোর্টে।

আরও পড়ুন: দিলীপ ঘোষকে ‘টোটাল বয়কট’! বড় সিদ্ধান্ত নিল সঙ্ঘ ও বিজেপি

শহরজুড়ে অভিযান শুরু করতেই কলকাতা হাইকোর্টে এ ব্যাপারে মামলা হয়। সেখানে ধাক্কা খায় সরকার। হেরে যায় পুরসভা। ফলে এখনও সেই হুক্কা বার বন্ধ করতে পারেনি কলকাতা পুরসভা। এখন এবার নতুন ফরমান। তাতেই বিতর্ক। ফিরছে হুঙ্কার বারের নির্দেশিকা পরবর্তী জটিলতার স্মৃতি। যেসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে লাইসেন্স নিয়ে ছাদের উপর ব্যবসা করছেন, তাঁরা এভাবে বন্ধ করবেন কিভাবে? সেই সব ব্যবসায়ী যে পাল্টা কলকাতা পুরসভার বিরুদ্ধে যে মামলায় যাবেন না সেই ব্যাপারে নিশ্চয়তা কোথায়? উঠছে প্রশ্ন। মেয়র যদিও বলেছেন, “রুফটপ খোলা থাকবে, যা রেস্টুরেন্ট হয়েছে, বন্ধ করতে হবে। কারণ নীচে আগুন লাগলে, মানুষ যাতে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারেন।”

এদিকে কলকাতা পুরসভা আবার ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে প্রত্যেকটি বরো আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাফ বলা হচ্ছে ছাদের ওপর রেস্তোরাঁ চলছে, তা বন্ধ করতে হবে। মেয়র অবশ্য জানিয়েছেন, বন্ধ করে দেওয়ার পর ছাদের ওপরে রেস্তোরাঁগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমীক্ষা চালানো হবে। কিন্তু, এই সিদ্ধান্তের জিরে বিপাকে পড়েছেন একাধিক রেস্তোরাঁর অসংখ্য কর্মী। তাঁরা প্রশাসনের কাছে আবেদন করেছেন, পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং লাইসেন্স নিয়েই তাঁরা এই ব্যবসা করছেন। তাহলে এভাবে বন্ধ করার নির্দেশ কেন? সরকার যেন তাঁদের বিষয়টি ভেবে দেখেন। মধ্য কলকাতার একটি বিখ্যাত রুফটপ রেস্তোরাঁর এক মালিক তো সাফ বললেন, আমাদের পেটে তাহলে তো মামলার পথে হাঁটতেই হবে।

আরও পড়ুন: ইসকন মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল চোরকে

অন্যদিকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন ম্যাগমা হাউসের ছাদের উপরে রেস্তোরাঁ নিয়ে। এমনকি অগ্নি নিরাপত্তা নিয়ে তুলেছিলেন প্রশ্ন। সেই ক্ষোভের পর কলকাতা পুরসভা আর দেরি করল না। নোটিশ লাগিয়ে দেওয়া হল ওই ছাদের উপর রেস্তোরাঁতে। কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় বেআইনি নির্মাণ ঘোষণা করা হল। শুক্রবার সন্ধ্যায় এসে দেখা গেল ওই ছাদের উপরে রেস্তোরাঁ সম্পূর্ণ খুলে ফেলা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন