Tuesday, 12 August, 2025
12 August, 25
HomeদেশBoycott: আওয়াজ উঠেছে বয়কটের! দেশে মার্কিন বর্জনের ডাক

Boycott: আওয়াজ উঠেছে বয়কটের! দেশে মার্কিন বর্জনের ডাক

বিক্রিবাট্টা সরাসরি ধাক্কা খেয়েছে এমন তথ্য না মিললেও সোশ্যাল মিডিয়া ও তার বাইরেও সমবেত আওয়াজ উঠেছে মার্কিন দ্রব্য বয়কট করো।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই…। একসময় এই গানের ডাকে উত্তাল হয়েছিল বাংলা। বিলাতি বয়কট, বিলাতি দ্রব্য বর্জন আন্দোলনে জেগে উঠেছিল আসমুদ্রহিমাচল। কলকাতায় বহু জায়গায় বিলাতি পোড়াও এবং ব্রিটিশদের দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছিল। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে ফের নতুন করে এদেশে মার্কিন বর্জনের ডাক শোনা যাচ্ছে। ম্যাকডোনাল্ডস এবং কোকা কোলা থেকে আমাজন এবং অ্যাপলের মতো আমেরিকান বহুজাতিক কোম্পানির দ্রব্য বয়কটের আওয়াজ উঠেছে।

দেশের বিজনেস এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা মার্কিন শুল্কনীতির প্রতিবাদে আমেরিকা-বিরোধী আবেগ তুলে ধরতে শুরু করেছেন। সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ভারত হল বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ। আমেরিকার বিভিন্ন উৎপাদনের একটি অন্যতম বাজার।

আরও পড়ুনঃ টাকা উধাও! রাতারাতি অ্যাকাউন্ট ফাঁকা! মাথায় হাত বাসিন্দাদের

উদাহরণস্বরূপ বলা যায়, মেটার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যাও এদেশে বেশি। তেমনই ডোমিনোজের রেস্তরাঁ অন্য যে কোনও ব্র্যান্ডের চেয়ে এদেশে বেশি। পেপসি ও কোকা কোলা যে কোনও দোকানের শোভা বাড়িয়ে রেখেছে। এমনকী নতুন অ্যাপল ফোন কেনার জন্য নতুন স্টোর খুললেই সেখানে লাইন দেন। স্টারবাকস কাফের ডিসকাউন্ট পেতে সেখানেও তরুণ-তরুণীদের ভিড় উপচে পড়ে।

এখনও পর্যন্ত বিক্রিবাট্টা সরাসরি ধাক্কা খেয়েছে এমন তথ্য না মিললেও সোশ্যাল মিডিয়া ও তার বাইরেও সমবেত আওয়াজ উঠেছে মার্কিন দ্রব্য বয়কট করো। কোনও বহুজাতিক মার্কিন কোম্পানিই রয়টার্সের প্রতিক্রিয়া জানতে চাওয়ার জবাব দেয়নি। তবে ওয়াও স্কিন সায়েন্সের সহ প্রতিষ্ঠাতা মণীশ চৌধুরি লিঙ্কডিন-এ একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি ভারতীয় কৃষক ও স্টার্টআপসদের ‘মেক ইন ইন্ডিয়া’কে সমর্থনের আর্জি জানিয়েছেন। আর ভারতীয় ভোগ্যপণ্যকেই বিশ্বের কাছে তুলে ধরার বার্তা দিয়েছেন। দৃষ্টান্ত হিসেবে তিনি দক্ষিণ কোরিয়ার খাবার ও সৌন্দর্য পণ্যের জনপ্রিয়তার কথাও বলেছেন। তিনি বলেছেন, হাজার হাজার মাইল দূর থেকে আসা সামগ্রীর জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। যা আমাদের নয়, তার জন্য আমরা খরচ করে গর্ব অনুভব করি। এদিকে আমাদের উৎপাদকরা সেই জিনিসেরই বিক্রি করতে গিয়ে মাথা কুড়ে মরছেন।

আরও পড়ুনঃ নেমপ্লেট বাংলায় করলেন গৌতম দেব! মহলয়ার মধ্যেই সাইনবোর্ড করতে হবে বাংলায়, নির্দেশ শিলিগুড়ি পুরসভার

ড্রাইভইউ-এর সিইও রাম শাস্ত্রী লিঙ্কডিনেই লিখেছেন, ভারতকে নিজস্ব ট্যুইটার, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক তৈরি করতে হবে, চিন যেমন করেছে। আমেরিকা বিরোধী স্রোত তলায় তলায় গড়ে উঠলেও সোমবারই টেসলা ভারতে তাদের দ্বিতীয় শোরুম খুলল। যে অনুষ্ঠানে দেশেরই বাণিজ্য মন্ত্রকের কর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিজেপির সঙ্গে যুক্ত স্বদেশী জাগরণ মঞ্চ গত রবিবার দেশজুড়ে ছোট ছোট প্রচারসভা করেছিল। তারা আমেরিকার পণ্য বয়কটের কথা বলেছে। এই মঞ্চ ভারতীয় সাবান, দাঁতের মাজন এবং ঠান্ডা পানীয় কেনার কথা প্রচার করছে। এমনকী ম্যাকডোনাল্ডসের মতো বহুজাতিক কোম্পানির খাবার বয়কটের ডাকও দেওয়া হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন