রাস্তার ধারে নির্মীয়মাণ ক্লাব। তার পিছনেই একটি জমি। ওই জমির নতুন মালিক ক্লাবটিকে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ। আর তাকে কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাতামারি গ্রাম। ক্লাবের সদস্য ও জমির মালিকের লোকজনের মধ্যে সংঘর্ষে জখম হলেন দুই পক্ষের কমপক্ষে ১০ জন।
আরও পড়ুনঃ দেবীপক্ষের তৃতীয়া, ব্যবসায় বাজিমাত এই চার রাশির
ওই ক্লাবের সদস্যদের বক্তব্য, ২০১৪ সালে ক্লাবটি তৈরি হয়। একজন তাঁদের জমি দান করেন। সেই জমিতেই ক্লাবটি তৈরি করা হচ্ছে। আর ওই ক্লাব সংলগ্ন জমিটি চলতি বছরে কেনেন ভোলানাথ নস্কর নামে এক ব্যক্তি। অভিযোগ,ওই জমি কেনার পর থেকেই ক্লাবটিকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন ওই ব্যক্তি। ক্লাবের সদস্যদের বক্তব্য, মঙ্গলবার বিকালের পর জোর করে ক্লাবের জায়গা দখল করতে যান ভোলানাথ ও তাঁর লোকজন। তখন গ্রামের মানুষজন ও ক্লাবের সদস্যরা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। হাতে ধারালো অস্ত্র হাতে দৌড়াতে দেখা যায় কয়েকজনকে। সেই ছবিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুনঃ হাহাকার পরিস্থিতি; উত্তর কলকাতার একাধিক ওয়ার্ডে পানীয় জলের সঙ্কট
ঘটনায় উভয়পক্ষের অন্তত দশ জন জখম হয়েছেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। এদিকে আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলানাথ নস্করের পরিবারের সদস্য জয়দেব নস্করের দাবি, ক্লাবের সদস্যরা ভোলানাথের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল। ওই মামলায় জামিন পেয়ে ফিরছিলেন ভোলানাথ ও তাঁর ছেলে। তখনই তাঁদের উপর হামলা হয়। খবর পেয়ে সেখানে যান তাঁরা। তখন তাঁদের উপরও হামলা চালানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।