পাকিস্তানকে সমর্থনের মূল্য কত, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তুরস্ক। “ছেড়ে দে মা, কেঁদে বাঁচি” অবস্থা তাদের। বৃহস্পতিবারই বিসিএএসের তরফে তুরস্কের সংস্থা সেলেবি এভিয়েশনের পারমিট বাতিল করে দেওয়া হল। ভারতের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ছিল এই সংস্থা, কিন্তু জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই তাদের পারমিট বাতিল করে দেওয়া হয়েছে।
ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের সময়ে পাকিস্তানকেই সমর্থন জানিয়েছে তুরস্ক। ভারতের অপারেশন সিঁদুরের নিন্দা করেছে। এমনকী ভারতের উপরে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিয়েও মদত করেছে তুরস্ক। যে দেশ সংঘাতে শত্রুকে সাহায্য করেছে, তাদের হাতে দেশের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব ছাড়া বড় ঝুঁকি। সেই কারণেই তুরস্কের সেলেবি এভিয়েশন সংস্থার পারমিট বাতিল করে দেওয়া হয়েছে। এই সংস্থার কর্মীদেরও অন্য সংস্থায় কাজের ব্যবস্থা করতে বলা হয়েছে।
আরও পড়ুন: জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনেই সাধ্য যোগের প্রভাব, সাফল্যের শিখরে পৌঁছবে এই চার রাশি
এদিকে, পারমিট বাতিল হতেই সেলেবি এভিয়েশন দাবি করেছে, তুরস্কের মালিকানাধীন সংস্থা নয় এটি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য রটানো হচ্ছে। অনেকেই দাবি করেছেন, সেলেবি সংস্থার মালিক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের মেয়ে। বিতর্কের পরই সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, না তাদের রাজনৈতিক যোগ রয়েছে, না তাদের মালিকানা তুরস্কের। সে দেশের প্রেসিডেন্ট এরদোগানের মেয়ে সুমেয়ে এরদোগানের সঙ্গেও সংস্থার কোনও যোগ নেই।
আরও পড়ুন: ফের খতম জঙ্গি! জারি ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অভিযান
সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, সেলেবি এভিয়েশনের মালিক সেলেবিওগলু পরিবার। তাদের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। কোনও দেশের নীতি অনুযায়ী চলে না তারা। এই সংস্থার মালিক যে ফার্ম, তার ৬৫ শতাংশের মালিকানা রয়েছে আমেরিকা, কানাডা, ব্রিটেন, মধ্য প্রাচ্য ও পশ্চিম ইউরোপের বিভিন্ন বিনিয়োগকারীরা।